TRENDING:

Crows Disappearing: উত্তরপ্রদেশের শহর থেকে রহস্যজনক ভাবে উধাও কাক! বিশেষজ্ঞদের কথা শুনলে শিউরে উঠবেন

Last Updated:

Crows Disappearing: আশ্চর্যজনক ভাবে বর্তমানে কাক তেমন দেখা যায় না। বড় শহরগুলি থেকে কাক যেন উবে যাচ্ছে। কিন্তু এর পিছনের রহস্যটা ঠিক কী?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হরদোই: এমনিতে কাকের ডাক কিংবা কাকের উৎপাত অনেক সময় আমাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে কাক আমাদের উপকারও করে থাকে। এছাড়া শাস্ত্রে কাককে যমরাজের প্রতীক বলে গণ্য করা হয়। প্রচলিত রয়েছে যে, পিতৃপক্ষে কাকের উদ্দেশ্যে খাবার নিবেদন করলে পূর্বপুরুষরা তৃপ্ত হন। পিতৃপক্ষে সাধারণত পূর্বপুরুষদের পিন্ড দান করা হয়। আর সম্পূর্ণ শ্রদ্ধার সঙ্গে ব্রাহ্মণদের অন্ন ভোজন করানো হয়। তবে আশ্চর্যজনক ভাবে বর্তমানে কাক তেমন দেখা যায় না। বড় শহরগুলি থেকে কাক যেন উবে যাচ্ছে। কিন্তু এর পিছনের রহস্যটা ঠিক কী?
কাক উধাও উত্তরপ্রদেশের শহর থেকে
কাক উধাও উত্তরপ্রদেশের শহর থেকে
advertisement

এই প্রশ্নের উত্তর দিচ্ছেন ন্যাচারোপ্যাথ ড. রাজেশ মিশ্র। তিনি ব্যাখ্যা করেছেন যে, শহরগুলিতে ক্রমবর্ধমান দূষণের কারণে কাক এবং অন্যান্য পাখি অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায় যে, আলোক দূষণের কারণে কাক-সহ অন্যান্য পাখি শহর ছেড়ে গ্রামাঞ্চলের দিকে চলে যাচ্ছে। এর পাশাপাশি শহরের পরিবেশও পাখিদের জন্য একেবারেই অনুকূল নয়।

advertisement

আরও পড়ুন: চিকেন বিরিয়ানিতে ওটা কী নড়ছে! খেতে গিয়েই আঁতকে উঠলেন যুবক, পরের কাণ্ড মারাত্মক

গাছ নিধনও অন্যতম বড় কারণ:

ড. রাজেশ মিশ্রর বক্তব্য, শহরের উন্নয়নের জন্য গাছ কেটে ফেলা হচ্ছে। আর এটাও শহরাঞ্চল থেকে কাক পালিয়ে যাওয়ার অন্যতম বড় কারণ। কারণ গাছ নিধনের ফলে হারিয়ে যাচ্ছে কাকেদের আশ্রয়।

advertisement

আরও পড়ুন: ঘরে বসে কয়েক মিনিটে পেয়ে যান গাড়ির পলিউশন সার্টিফিকেট, পুলিশের জরিমানা থেকে মুক্তি

কাক ছাড়া কীভাবে পিতৃপক্ষ পালিত হতে পারে?

আচার্য পণ্ডিত দীনেশ শাস্ত্রী ব্যাখ্যা করেছেন যে, সনাতন ধর্মে পশু-পাখির একটা আলাদা গুরুত্ব রয়েছে। প্রত্যেকের জীবনেই পাপ আছে। তা নিবারণ করার জন্য চির ধার্মিক মানুষেরা ৫টি যজ্ঞ করে। এতে কাকের গুরুত্ব অনেক। কারণ এই পাখিটিকেই যমরাজের দূত হিসেবে গণ্য করা হয়। কিন্তু এখন দূষণ আরও বেড়েছে। যা জীবজগতের জন্য আশঙ্কারই বটে। এতে কাকের উপরও বিপদের খাঁড়া ঝুলছে। খাবার পেতেও অসুবিধা হচ্ছে তাদের।

advertisement

কাককে খাওয়ালে কী হয়?

সেরা ভিডিও

আরও দেখুন
আড়াই বছরের শিশুর কাণ্ড বিজ্ঞানকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে! কীভাবে এমন সম্ভব?
আরও দেখুন

আচার্য পণ্ডিত দীনেশ শাস্ত্রীর ব্যাখ্যা, পিতৃপক্ষে কাককে খাওয়ালে পূর্বপুরুষরা মোক্ষ লাভ করেন এবং পাপ দূর হয়। কিন্তু যদি কাক না পাওয়া যায়, তাতেও অসুবিধা নেই। কারণ সনাতম ধর্মে গরুর গুরুত্বও অপরিসীম। মনে করা হয়, গরুতে সকল দেবদেবীর বাস। তাই কাক না পেলে গরুকেও খাওয়ানো যেতে পারে। এতে পিতৃপুরুষেরা মোক্ষ লাভ করতে পারেন।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Crows Disappearing: উত্তরপ্রদেশের শহর থেকে রহস্যজনক ভাবে উধাও কাক! বিশেষজ্ঞদের কথা শুনলে শিউরে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল