চরম অমানবিক এই দৃশ্যই দেখা গিয়েছে বিহারের সীতামারি জেলায়৷ সীতামারির পুপরি থানার ঝাঝিহাট থানায় এই ঘটনাটি ঘটেছে৷
এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মৃত ওই কিশোরের নাম রীতেশ কুমার৷ তার ডাক নাম গোলু৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্লাস সেভেনর ছাত্র গোলু সকালে টিউশন পড়তে যাওয়ার সময় একটি পিকআপ ট্রাক প্রবল বেগে তাকে ধাক্কা মারে৷ যার ফলে রাস্তার উপরে ছিটকে পড়ে ওই কিশোর৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর৷ ঘটনার বীভৎসায় আর্তনাদ করে ওঠেন প্রত্যক্ষদর্শীরা৷
advertisement
গোলুর এই দুর্ঘটনার খবর পেয়ে তার পরিবারের লোকজন ছুটে আসেন৷ গোলুর দেহ আঁকড়ে কান্নায় ভেঙে পড়েন তাঁরা৷ এ দিকে যে মালবাহী গাড়িটি ওই কিশোরকে ধাক্কা মারে, সেটিতে মাছ বোঝাই ছিল৷ দুর্ঘটনার জেরে সেই মাছই রাস্তায় ছিটকে পড়ে৷ রাস্তার একপাশে যখন মৃত কিশোরের দেহ নিয়ে তাঁর পরিবারের অসহায় অবস্থা, তখন শোকস্তব্ধ সেই পরিবারকে সান্ত্বনা দেওয়া অথবা সাহায্য করার বদলে রাস্তায় পড়ে থাকা মাছ কুড়োতে ব্যস্ত হয়ে পড়েন ঘটনাস্থলে থাকা বেশ কিছু মানুষ৷
পুলিশে খবর না দিয়ে অথবা অ্যাম্বুল্যান্স না ডেকে রাস্তায় পড়ে থাকা মাছ ব্যাগে ভরে নিয়ে দৌড়তে থাকেন অনেকে৷ মৃত ওই কিশোর অথবা তাঁর পরিবারের সদস্যদের দিকে ফিরেও তাকায়নি মাছ কুড়োতে ব্যস্ত হয়ে পড়া ওই জনতা৷
দুর্ঘটনাস্থলের এই ভিডিও দ্রুত সমাজমাধ্যমে ভাইরাল হয়৷ সামনে পড়ে থাকা কিশোরের মৃতদেহকে উপেক্ষা করে কীভাবে ঘটনাস্থলে থাকা মানুষজন এতটা অসংবেদনশীল হতে পারলেন তা নিয়েই প্রশ্ন তুলেছেন অনেকে৷ পরে পুলিশ খবর পেয়ে এসে ঘটনাস্থল থেকে ভিড় সরিয়ে দেয়৷ কিশোরের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়৷ ঘাতক ট্রাকটিকেও আটক করেছে পুলিশ৷
