পুলিশের এসপি হিতিকা ভাসাল জানান, ১৫ জুন রাতে দেপালপুর অঞ্চলের একটি ক্ষেতের মধ্য থেকে উদ্ধার হয় বাবু চৌধুরী নামে বছর ৫০-এর এক কৃষকের রক্তাক্ত দেহ। পুলিশ খুনের তদন্তে শুরু করে। ঘটনাস্থল থেকে যা প্রমাণ পান, তারথেকে সামনে আসে বাবু চৌধুরীকে খুন করেছে তাঁর-ই ২৫ বছরের ছেলে সোহন।
advertisement
পুলিশ সুপার হিতিকা ভাসাল জানিয়েছেন, অভিযুক্ত সোহন মাদকাসক্ত। সে বাবার ক্ষেতের কাজে মাঝেমাধ্যে সাহায্য করত। ১৫ জুন রাতে ছেলে বাবার কাছে হাতখরচের ২ হাজার টাকা চায়। বাবা মাদকাসক্ত ছেলেকে টাকা দিতে রাজি হন না। রাগে মত্ত হয়ে সোহন মাঠ থেকে বড় একটা পাথর তুলে নিয়ে বাবার মাথা থেঁতলে দেয়।
পাথরের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন বাবা। বাবাকে ওই অবস্থায় ফেলে পালিয়ে যায় সোহন। পুলিশ ঘটনাস্থলে এসে বাবুর দেহ উদ্ধার করে নিয়ে যায়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ। তার পরেই বাবাকে খুনের অভিযোগে ২৫ বছরের ছেলে সোহনকে গ্রেফতার করা হয়।