এ ঘটনায় মেয়ের বাবা থানায় অভিযোগ দায়ের করেছেন। আনন্দের মুহূর্তে ছায়া নেমে এল, মেয়েটি ভীষণ হতাশ হয়ে পড়ল, এবং অবশেষে অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হল তাকে।
আরও পড়ুন: স্কুটির পিছনে ভয়াবহ ধাক্কা স্করপিও-এর! ১৫ ফুট উড়ে গিয়ে পড়ে শিশুর মৃত্যু
এই ঘটনার পেছনের কারণও কম জটিল নয়। নাসাখা এলাকার একটি গ্রামের বিবাহিত এক যুবতীর সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল অভিযুক্ত যুবক সলিমের। মেয়েটি স্বামীর কাছ থেকে তালাক নেওয়ার পর প্রেমিকের প্রতিশ্রুতির আশায় ছিল। কিন্তু, অভিযোগ অনুযায়ী, সলিম চার বছর ধরে তাকে বিয়ের মিথ্যা আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক বজায় রাখে। জুলাই মাসে কনের মা তাদের দুজনকে একসঙ্গে দেখে ফেললে এই ঘটনা প্রকাশ্যে আসে এবং মেয়েটি থানায় অভিযোগ দায়ের করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দু’পক্ষের মধ্যে সমঝোতা হয়, এবং ২০২৪ সালের ৫ নভেম্বর বিয়ের তারিখ নির্ধারিত হয়।
advertisement
আরও পড়ুন: ভেঙে যাবে ২৫ বছরের যাবতীয় রেকর্ড! এই বছর তীব্র শীতে হাড় কাঁপবে সবার
ঘর সাজানো, মেহেন্দি লাগানো, সব প্রস্তুতি সম্পূর্ণ। রাত বাড়লেও বরযাত্রীর দেখা নেই, হতাশায় মেয়েটি ফোন করে জানতে চায়, “কোথায় সবাই?” বরপক্ষ জানায়, তারা যৌতুক হিসাবে গাড়ি না পেলে বিয়ে করবে না। এতটুকু শুনেই হতাশায় কনে অচেতন হয়ে যায়।
কনের মায়ের অভিযোগ, সলিম ফোনে জানায় যে, তাকে গাড়ি ও অর্থ দিতে হবে। সে বলে, পুলিশ-প্রশাসনের সাহায্যে তার কোনও ভয় নেই। এখন কন্যার চরিত্র নিয়েও প্রশ্ন তুলেছে, যদিও চার বছর ধরে কোনো সমস্যা ছিল না। কনের মায়ের বক্তব্য, “আমার মেয়ের সংসার ভেঙে দিয়েছে ওরা। ওকে ফাঁসিয়েছে, আর এখন বিয়ে থেকে সরে যাচ্ছে।”
