আরও পড়ুনঃ G20-র দ্বিতীয় দিন শুরু গান্ধির স্মৃতিসৌধে! খাদি শাল দিয়ে অতিথিদের স্বাগত মোদির
সংবাদমধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়েছে, মৃতার স্বামীর ফোন লোকেশন ট্র্যাক করে পুলিশ তাকে বাংলোর গুদামঘর থেকে গ্রেফতার করে। প্রায় ৩৬ ঘণ্টা সেখানে লুকিয়েছিলেন ওই ব্যক্তি। প্রতিবেদন অনুসারে, হত্যার পিছনে মূল কারণ বাংলো বিক্রি নিয়ে দম্পতির মধ্যে মতবিরোধ। ডিসিপি হরিশ চন্দ্র জানিয়েছেন, ‘স্বামী সম্পত্তি বিক্রি করতে চেয়েছিলেন এবং একজন সম্ভাব্য ক্রেতার কাছ থেকে আগাম কিছু টাকাও নিয়েছিলেন। তবে, আইনজীবীর বাড়ি বিক্রিতে মত ছিল না, যার কারণে দম্পতির মধ্যে প্রায়শই অশান্তি হত।’ সেই নিয়ে বচসার জেরেই খুন বলে অনুমান পুলিশের।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের আইনজীবী ৬১ বছরের রেণু সিংহ, তাঁর স্বামীর নাম নিতিন সিংহের সঙ্গে নয়ডার অভিজাত বাংলোয় থাকতেন। তাঁদের ছেলে বিদেশে থাকেন। শনিবার, রেণুর ভাই অমিত পুলিশকে ফোন করে জানান, দু’দিন ধরে তাঁর দিদির সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেননি। পুলিশের কাছে বোনের স্বামীকে নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। জানান, তাঁর স্বামীর ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না।
অভিযোগের পর অমিতকে নিয়ে আইনজীবীর বাড়িতে পৌঁছয় পুলিশের একটি দল। দরজা ভেঙে তল্লাসি শুরু করে। শৌচালয় থেকে রেণুর দেহ উদ্ধার হয়। তাঁর কানে রক্তের চিহ্ন রয়েছে। খুনের পর বাড়িতেই ঘাপটি মেরে ছিলেন নিতিন। পরে তাঁর ফোনে আড়ি পেতে গ্রেফতার করে পুলিশ।
