আরও পড়ুনঃ এই জন্মষ্টমীতে হয়ে যাক পুরী! দারুণ অফার নিয়ে হাজির IRCTC, রইল ডিটেলস
সূত্রের খবর, ৩০ বছর বয়সি মহিলা রশ্মিতা গৌড়া তাঁর বড় মেয়ে গুঞ্জন (৯), ১০ মাসের আলিশা এবং পাঁচ বছরের আশিসকে কুয়োতে ফেলে দেয়। এবং তারপর তিনি নিজে কুয়োতে ঝাঁপ দেয়। স্থানীয়দের তৎপরতায় উদ্ধার হয় মা এবং বড় মেয়ে গুঞ্জন। রবিবার গভীর রাতে গঞ্জাম জেলার লাউগুদা গ্রামে এ ঘটনা ঘটে।
advertisement
এক পুলিশ অফিসার জানান, রশ্মিতা গৌড়ার স্বামী চেন্নাইতে শ্রমিক হিসাবে কাজ করেন। ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না। বর্তমানে গুঞ্জন ও তাঁর মা একটি কমিউনিটি হেলথ সেন্টারে চিকিৎসাধীন।
আরও পড়ুনঃ অগ্নিগর্ভ মণিপুর, ১১০ জনের মৃত্যু! রাজ্য সরকারের কাছে স্ট্যাটাস রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের
ওই মহিলা কেন এই কাজ করলেন, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনায় হতবাক পড়শিরাও। কোনও দাম্পত্য কলহ ছিল কিনা তাও জানা যায়নি। জানা গিয়েছে, ওই মহিলা বাড়িতে একাই থাকতেন। তাঁর স্বামী চেন্নাইয়ে কাজ করেন। ঘটনার সময়ে ওই মহিলা বাড়িতে একাই ছিলেন বলে খবর।
এসপি (গঞ্জাম) জগমোহন মীনা বলেছেন, ‘ তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে যে কিছু পারিবারিক বিরোধের কারণে এই কাজটি ঘটিয়ে থাকতে পারেন রশ্মিতা গৌড়া।’