পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি উত্তর প্রদেশের আজমগড় জেলার আতরৌলিয়া থানার ভাদেব মাঝৌলি গ্রামের। সেখানে মামার বাড়ি বেড়াতে গিয়েছিল ছ’বছরের একটি শিশু। কিন্তু অভিযোগ, হঠাৎই সেখানে
গিয়ে অশান্তি শুরু করে দেয় তার বাবা। এমনকি, অভিযোগ, স্ত্রীয়ের কাছ থেকে মদের টাকা না পেয়ে নিজের ছেলেকেই জলে ডুবিয়ে হত্যা করে সে৷ মৃত শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে আতরৌলিয়া থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন: দারুণ দুর্যোগ! উত্তর সিকিমে ভয়াবহ অবস্থা, আটকে বহু পর্যটক, উদ্ধারে তৎপর সেনা
স্থানীয় সূত্রে খবর, ডলি রাস্তোগি নামে ওই মহিলা ভাদেবা মাঝৌলিতে নিজের বাপের বাড়ি গিয়েছিলেন। তাঁর সঙ্গে ছিল দুই ছেলে কুণাল ও কার্তিক। এরই মধ্যে স্ত্রী ও সন্তানের সঙ্গে দেখা করতে শ্বশুরবাড়ি পৌঁছে যান শনি রাস্তোগি। অভিযোগ, শ্বশুরবাড়িতেই তিনি মদ খাওয়ার জন্য স্ত্রীর কাছে টাকা চান। ডলি সেই টাকা দিতে অস্বীকার করলে বচসা বাধে। এরপর এক সময় শ্বশুরবাড়ি ছেড়ে চলে যান শনি। কিন্তু সঙ্গে করে নিয়ে যান তাঁর দুই ছেলেকে।
প্রাথমিক ভাবে কেউ কিছু সন্দেহ না করলেও পরে দেখা যায় গ্রামের বাইরে বেরতেই একটি পুকুরে শনি তাঁর দুই ছেলেকে জলে ডুবিয়ে মারতে চেষ্টা করেছেন। বড় ছেলে কুণাল কোনও মতে পালিয়ে যেতে পারলেও বাবার হাত থেকে নিস্তার পায়নি ছোট ছেলে ছ’বছরের কার্তিক। এক সময় জলে ডুবে যায় সে। ততক্ষণে গ্রামের লোকজন এসে ধরে ফেলে শনিকে।
স্থানীয় থানা সূত্রে জানা গিয়েছে, নিহত শিশুর মা লিখিত অভিযোগ দায়ের করেছেন স্বামীর বিরুদ্ধে। তিনি জানিয়েছেন, তাঁর স্বামী মদ খাওয়ার টাকা দাবি করতেন হামেশাই। এদিনও তেমনই করেন। কিন্তু তিনি টাকা দিতে অস্বীকার করায় অশান্তি করে দুই ছেলেকে নিয়ে বেরিয়ে যান। পরে দুই ছেলেকেই ডুবিয়ে মারতে চেয়েছিলেন শনি। সাক্ষ্য-প্রমাণ ও পোস্টমর্টেম রিপোর্টের ভিত্তিতে দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।