সলমন ওরফে নজর-এর মাথার দাম ছিল ৩০ হাজার টাকা। মধ্যপ্রদেশের রাইসেন জেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে সলমনের বিরুদ্ধে। ভোপালের গান্ধিনগর পুলিশ থানার পাশের একটি চায়ের দোকান থেকে গ্রেফতার করা হয় সলমনকে। গোয়েন্দারা আগেই গোপন সূত্রে খবর পেয়েছিল, গত ৩ দিন ধরে ভোপালেই আস্তানা গেড়েছে অভিযুক্ত সলমন। প্রথমে এক পরিচিতর বাড়ি যায়, কিন্তু সে তাকে আশ্রয় দিতে রাজি হয়নি। যদিও পুলিশকেও কিছু জানায়নি। স্থানীয় বাসিন্দারাই পুলিশকে সলমন সম্পর্কে মোক্ষম খবরটা দেন। জানা যায়, থানার পাশের চায়ের দোকানটায় দু’বছর আগেও কাজ করেছে সলমন। সে বাড়ি ভাড়া খুঁজছিল, কিন্তু বৈধ কাগজ ছিল না। এর থেকেই সন্দেহ হয় স্থানীয়দের। তারাই পুলিশকে গোটা বিষয়টি জানায়। ভোপাল গিয়ে সলমনকে গ্রেফতার করে পুলিশ। গান্ধিনগর পুলিশ সলতানগঞ্জ পুলিশের হাতে সলমনকে তুলে দেওয়ার পরই শুরু হয় আসল ‘খেলা’! অভিযোগ, সলমন জঙ্গলে পালানোর চেষ্টা করে। তাকে থামাতে গুলি ছুঁড়তে বাধ্য হয় পুলিশ।
advertisement
পুলিশ সূত্রে খবর, গত ২১ নভেম্বর এক কিশোরীকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাইসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় মুখ্যমন্ত্রী মোহন যাদব পুলিশকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেন। অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠছিল। অভিযুক্তের খোঁজে একাধিক দল গঠন করে তল্লাশি শুরু হয়। টানা ১৪৪ ঘণ্টা তল্লাশির পর ভোপাল থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
