আরও পড়ুনঃ দেবলোক নেমে এল কাশীতে, লক্ষ লক্ষ প্রদীপে সেজে ওঠা গঙ্গার ঘাটের ছবি পোস্ট যোগী আদিত্যনাথের
জানা গিয়েছে, বেঙ্গালুরুর এক বিপিওতে কাজ করতে এসে ২২ বছরের তনভির সঙ্গে আলাপ হয় ২৫ বছরের আদিত্য সন্তোষের, কিছু দিনের মধ্যেই তাঁদের মধ্যে মানসিক ও শারীরিক সম্পর্ক দৃঢ় হয়, সঠিক ভাবে বললে মাসচারেকের মধ্যে। সম্প্রতি তনভি, ২০ নভেম্বর ২০২৩ তারিখে আদিত্যর ফোন খুলেছিলেন তাঁর অনুপস্থিতিতে নিজেদের কিছু শারীরিক মুহূর্তের ছবি ডিলিট করার জন্য। এর পরেই চমকে ওঠেন তিনি। দেখেন, আদিত্যর ফোন গ্যালারিতে ১৩০০০ নগ্ন নারীর ছবি, এর মধ্যে কিছু ছবি তাঁর, কিছু ছবি অফিসের কয়েক সহকর্মিণীর, বাকি অপরিচিতা।
advertisement
দেরি না করে তনভি অফিসে ব্যাপারটা জানান, যাতে সহকর্মিণীদের কোনও রকম হয়রানির মুখে পড়তে না হয়। তাঁর অনুমান, এর মধ্যে অনেক ছবিই মর্ফ করা অর্থাৎ একজনের শরীরে অন্যের মুখ বসানো। তনভির অভিযোগের পরে বেঙ্গালুরুর ওই বিপিও সংস্থা অর্চনা (নাম পরিবর্তিত) পুলিশের সাইবার ক্রাইম শাখায় লিখিত অভিযোগ দায়ের করে আদিত্যর নামে ২৩ নভেম্বর ২০২৩ তারিখে, এমনটাই বলছে জাতীয় সংবাদমধ্যমের একটি প্রতিবেদন। সংস্থার দাবি, ঘটনা যাতে গুরুতর কোনও দিকে না যায়, সে জন্যই এই তাৎক্ষণিক পদক্ষেপ। সংস্থা এও জানাতে ভোলেনি, ছবি মর্ফ করার জন্য তাদের মেশিন যদিও ব্যবহার করেননি আদিত্য।
ওই প্রতিবেদন অনুযায়ী পুলিশ এর পরে আদিত্যকে তাঁর অফিস থেকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। এও জানানো হয়েছে যে আদিত্যর ফোনের ছবিগুলোর মধ্যে কিছু মর্ফ করা, কিছু আবার আসলও। কী উদ্দেশ্যে তিনি এই কাজ করেছেন, তার তদন্ত চলছে। এও দেখা হচ্ছে তাঁর চ্যাট হিস্টরি এবং ফোন কল সার্চ করে তিনি কাউকে ব্ল্যাকমেল করেছেন কি না!