ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। পরে ঘটনার তদন্তে নেমে ওই এলাকা থেকে আরেক যুবককে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, ধৃত যুবক ওই এলাকার একটি দোকানে কাজ করত। সেই যুবকই হামলা চালিয়েছে ওই ফুচকা বিক্রেতার উপরে। কিন্তু হামলার কারণ জানতে পেরেই হতবাক হয়ে যায় খোদ পুলিশও।
advertisement
জানা গিয়েছে, ওই যুবকের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন ফুচকা বিক্রেতা। বেশিরভাগ টাকাই তিনি ফিরিয়ে দিয়েছিলেন। বাকি ছিল মাত্র ২০ টাকা। ধৃত যুবকের দাবি, তার সেই ২০ টাকা কিছুতেই ফেরত দিচ্ছিল না ওই ফুচকা বিক্রেতা। সেই টাকা ফেরত নেওয়ার জন্য রবিবার রাতে বচসা শুরু হয়। তখন রাগের মাথায় ধারালো অস্ত্র দিয়ে ফুচকা বিক্রেতাকে সে আঘাত করে চম্পট দেয়।
আরও পড়ুন, উন্নয়ন ইস্যুকে সামনে রেখেই ভোট প্রচারে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
আরও পড়ুন, ধর্মতলায় অশান্তি! নওশাদ-সহ ১৯ জনের জামিনের আর্জি খারিজ করল ব্যাঙ্কশাল আদালত
ফুচকা বিক্রেতার বুকে আঘাতের চিহ্ন রয়েছে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। ধৃত যুবকের বিরুদ্ধে হত্যার চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে। তবে মাত্র ২০ টাকার জন্য যে ঘটনা এমন জায়গায় পৌঁছে যাবে, তা আন্দাজও করতে পারেননি কেউ।