TRENDING:

Crime Against Women | Uttar Pradesh: দেশজুড়ে ৪৬ শতাংশ বৃদ্ধি মহিলাদের প্রতি অপরাধ, শীর্ষে উত্তরপ্রদেশ!

Last Updated:

উত্তরপ্রদেশে মহিলাদের উপর অত্যাচারের ঘটনার অভিযোগ জমা পড়েছে ১০০৮৪ টি। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। (Crime Against Women | Uttar Pradesh)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দেশে মহিলাদের প্রতি অপরাধের অভিযোগ (Crime Against Women) ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে । অভিযোগের পরিসংখ্যানে সবার ওপরে রয়েছে যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) উত্তর প্রদেশ (Uttar Pradesh)। দ্বিতীয় স্থানে রয়েছে দেশের রাজধানী দিল্লি। সম্প্রতি জাতীয় মহিলা কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি মহিলাদের উপর অত্যাচারের ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। পরিসংখ্যান বলছে, সমস্ত রাজ্যকে পিছনে ফেলে উত্তরপ্রদেশে মহিলাদের উপর অত্যাচারের ঘটনার অভিযোগ জমা পড়েছে ১০০৮৪ টি।
advertisement

দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। রাজধানীতে মহিলাদের বিরুদ্ধে অভিযোগ নথিভুক্ত হওয়ার সংখ্যা ২১৪৭টি। মহিলা কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, হরিয়ানায় অভিযোগের সংখ্যা ৯৯৫ এবং মহারাষ্ট্রে ৯৭৪। সারাদেশ থেকে যত অভিযোগ এসেছে তার প্রায় অর্ধেক উত্তর প্রদেশের। যার বেশিরভাগই মহিলাদের সম্মানহানি, গার্হস্থ্য অশান্তি এবং পণের দাবিতে বিবাহিত মহিলাদের উপর অত্যাচারের ঘটনা।

জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা জানিয়েছেন, "চলতি বছর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত গোটা দেশ থেকে মহিলাদের উপর অত্যাচারের মোট ১৯৯৫৩ টি অভিযোগ এসেছে। যার মধ্যে শুধুমাত্র উত্তরপ্রদেশ থেকেই ১৩,৬১৮টি অভিযোগ জমা পড়েছে।" গত জুলাই মাসে ৩২৪৮টি অভিযোগ পেয়েছে জাতীয় মহিলা কমিশন। যা ২০১৫ সালের পর থেকে সর্বোচ্চ। যদিও জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা মনে করছেন, দেশজুড়ে মহিলাদের উপর অত্যাচারের অভিযোগের সংখ্যা বেড়েছে, তার অন্যতম কারণ মহিলাদের মধ্যে সচেতনতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এখন মহিলারা নির্যাতনের ঘটনা চেপে না রেখে অভিযোগ জানাতে আসছেন।

advertisement

জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা আরও জানিয়েছেন, "গত বছর জানুয়ারি থেকে আগস্টের তুলনায় চলতি বছর এই ৮ মাসে সারা দেশে মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ ৬৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।"এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ মালা রায়ের বক্তব্য, "বাংলায় নারী সুরক্ষা নিয়ে যাঁরা নালিশ করেন, সেই বিজেপি নেতাদের একবার উত্তরপ্রদেশের দিকে ঘুরে তাকানো উচিত। বিজেপি নেতাদের জানা উচিত, বিজেপি-শাসিত যোগী আদিত্যনাথের রাজ্য থেকে নারী নির্যাতনের অভিযোগ জমা পড়েছে সবচেয়ে বেশি। এখন কী বলবেন বিজেপি নেতারা।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

আরও পড়ুন: লজ্জা! বছরের পর বছর ধরে বাবার লালসার শিকার নাবালিকা মেয়ে! যে পরিণতি হল...

বাংলা খবর/ খবর/দেশ/
Crime Against Women | Uttar Pradesh: দেশজুড়ে ৪৬ শতাংশ বৃদ্ধি মহিলাদের প্রতি অপরাধ, শীর্ষে উত্তরপ্রদেশ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল