TRENDING:

Tripura TMC CPIM: ত্রিপুরায় এখনই তৃণমূলকে বিশ্বাস নয়, হাত মেলানো নিয়ে ধীরে চলো নীতি সিপিএমের

Last Updated:

গত কয়েকদিনে ত্রিপুরার রাজনৈতিক ঘটনাপ্রবাহে অদূর ভবিষ্যতে সিপিএম- তৃণমূল সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে (Tripura TMC CPIM)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ২০২৩ সালে ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে বিজেপি সরকারের পতন ঘটাতে কি হাত মেলাবে তৃণমূল এবং সিপিএম? সেই সম্ভাবনা আপাতত খারিজ করে দিচ্ছেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷ সিপিএমের সাধারণ সম্পাদক স্পষ্ট করে দিচ্ছেন, ধর্মনিরপেক্ষ দল হিসেবে ত্রিপুরায় আগে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে তৃণমূলকে৷ তার পরেই আসবে জোট বা সমঝোতার প্রশ্ন৷ তবে এটাও ঠিক, ত্রিপুরায় তৃণমূলের সঙ্গে সমঝোতার সম্ভাবনা পুরোপুরি খারিজ করে দেননি সিপিএমের সাধারণ সম্পাদক৷ বরং নির্বাচনের আগে পরিস্থিতি কী  দাঁড়ায়, তার জন্য অপেক্ষা করতে চায় তারা৷
advertisement

গত কয়েকদিনে ত্রিপুরার রাজনৈতিক ঘটনাপ্রবাহে অদূর ভবিষ্যতে সিপিএম- তৃণমূল সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে৷ কারণ তৃণমূলের নেতা কর্মী এবং পার্টি অফিসের উপরে আক্রমণের ঘটনার জন্য বিজেপি-র নিন্দা করে বিবৃতি দিয়েছে সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলী৷ অন্যদিকে বিজেপি-কে ত্রিপুরায় ক্ষমতাচ্যুত করতে কোমর বেঁধে নেমেছে তৃণমূলও৷ বিজেপি বিরোধী ভোটকে এক জায়গায় আনার ফর্মুলার উপরেই বার বার জোর দিচ্ছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ফলে বাংলায় শত্রু হলেও ত্রিপুরায় বিজেপি-কে সরাতে তৃণমূল- সিপিএম হাত মেলাবে কি না, সেই জল্পনা ছড়িয়েছিল৷

advertisement

ত্রিপুরায় তৃণমূলের হাত ধরার সম্ভাবনা কতটা, তা নিয়ে প্রশ্ন করা হলে সিপিএম সাধারণ সম্পাদক বলেন, 'ত্রিপুরায় এখনও সিপিএমই বিজেপি-র বিরোধিতায় সামনের সারিতে রয়েছে৷ আমাদের কর্মীরাই ত্রিপুরায় বিজেপি-র বেশিরভাগ আক্রমণের শিকার হচ্ছেন৷ ত্রিপুরায় তৃণমূলের সঙ্গে একযোগে কাজ করার বিষয়ে আমাদের ভূমিকা কী হবে, তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি দল৷ নির্বাচনের এখনও অনেকটাই দেরি রয়েছে৷ তার আগে উত্তর- পূর্বের নদীগুলি দিয়েও অনেক জল বয়ে যাবে৷ নির্বাচনের এগিয়ে এলে পরিস্থিতি কী দাঁড়ায়, আমরা তার উপরে নজর রাখব৷'

advertisement

সীতারাম ইয়েচুরি আরও বলেন, 'ত্রিপুরায় এখন যাঁরা বিজেপি-র নেতা, তাঁদের মধ্যে অনেকেই এর আগে তৃণমূলে ছিলেন৷ আবার কয়েকজন বিদ্রোহী বিজেপি নেতা রয়েছেন, যাঁদের তৃণমূল এখন দলে টানার চেষ্টা করছে৷ ত্রিপুরায় তৃণমূলের কার্যত কোনও সংগঠনই নেই৷ ফলে পরিস্থিতি কোন দিকে গড়ায়, আমাদের তা নজরে রাখতে হবে৷'

বিজেপি-কে হারাতে সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূলের সঙ্গে লড়াই করতে যে তাদের আপত্তি নেই, কয়েকদিন আগে কেন্দ্রীয় কমিটির বৈঠকের শেষেও তা স্পষ্ট করে দিয়েছে সিপিএম নেতৃত্ব৷ কিন্তু পশ্চিমবঙ্গে নিজেদের বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে এবং তৃণমূলের ধর্মনিরপেক্ষ মনোভাব নিয়ে প্রশ্ন তুলে কোনওরকম আপসে রাজি নয় সিপিএম৷ যদিও ত্রিপুরার ক্ষেত্রে ধীরে চলো নীতিই নিতে চাইছে সিপিএম নেতৃত্ব৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

সৌগত মুখোপাধ্যায়

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura TMC CPIM: ত্রিপুরায় এখনই তৃণমূলকে বিশ্বাস নয়, হাত মেলানো নিয়ে ধীরে চলো নীতি সিপিএমের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল