TRENDING:

Kanhaiya Kumar| 'দেশদ্রোহিতার মামলা এখন প্রসাদের মতো ফ্রি-তে বিলি হচ্ছে,' তীব্র কটাক্ষ কানহাইয়ার

Last Updated:

কানহাইয়ার অভিযোগ, সংসদ ও বিধানসভার সদস্য হলে কোনও ব্যক্তি সারা জীবন মোটা টাকা পেনশন পাচ্ছেন, আর সরকারি কর্মীরা সারা জীবন চাকরি করে পাচ্ছেন অবসর পরবর্তী টাকা অনিয়মিত ভাবে৷ এটা ঠিক নয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কাটিহার: দেশদ্রোহিতার মামলা নিয়ে বিজেপি-কে আক্রমণ করলেন সিপিআই নেতা কানহাইয়া কুমার৷ শুক্রবার কাটিহারে সিএএ, এনআরসি বিরোধী জনসভায় কানহাইয়ার কটাক্ষ, 'এখন দেশদ্রোহিতার মামলা প্রসাদের মতো বিলি করা হচ্ছে৷ যাকে পারছে দেশদ্রোহিতার মামলা ঠুকে দেওয়া হচ্ছে৷'
advertisement

প্রাক্তন জেএনইউ নেতা কানহাইয়ার বিরুদ্ধেও বছর চারেক আগে দেশদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছিল৷ সম্প্রতি জম্মু-কাশ্মীরের ডেপুটি সুপার দেবেন্দ্র সিং গ্রেফতারির প্রসঙ্গে টেনে এ দিন কানহাইয়া বলেন, 'দেশদ্রোহিতার মামলা এখন প্রসাদের মতো ফ্রি-তে বিলি করা হচ্ছে৷ সমাজকর্মীদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মমলা হয়েছে, একটি নাটকের আয়োজন করায় কর্নাটকে স্কুল পড়ুয়াদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা হয়েছে৷ সম্প্রতি জঙ্গিদের সঙ্গে যে পুলিশ অফিসারকে গ্রেফতার করা হল, তাঁর বিরুদ্ধেও শীঘ্রই দেশদ্রোহিতার মামলা হবে৷'

advertisement

গেরুয়া শিবিরকে কটাক্ষ করে কানহাইয়ার কথায়, 'এই গডসেবাদী দাঙ্গাবাজরা যুবকদের হাতে বন্দুক তুলে দিচ্ছে৷ আর অমিত শাহ তাঁর ছেলেকে বিসিসিআই সচিব বানিয়ে দিয়েছেন৷ গদিতে বসে থাকা নেতারা ছেলে-মেয়েদের অক্সফোর্ডে পড়াতে পাঠাচ্ছে, আর দেশের সাধারণ যুবক-যুবতীদের এমন এক সিস্টেমের মধ্যে ফেলে রাখা হয়েছে, যেখানে একটি ৩ বছরের ডিগ্রি কোর্স শেষ করতে ৫ বছর সময় নিয়ে নিচ্ছে৷'

advertisement

কানহাইয়ার অভিযোগ, সংসদ ও বিধানসভার সদস্য হলে কোনও ব্যক্তি সারা জীবন মোটা টাকা পেনশন পাচ্ছেন, আর সরকারি কর্মীরা সারা জীবন চাকরি করে পাচ্ছেন অবসর পরবর্তী টাকা অনিয়মিত ভাবে৷ এটা ঠিক নয়৷ তাঁর কথায়, '৪০ বছর বয়সেও আমাকে অনেকে ছাত্র বলতে পারেন৷ বিষয়টা পরিষ্কার করি, আমি আর জেএনইউ-র ছাত্র নয়৷ পিএইচডি শেষ হয়ে গিয়েছে৷ আমার এখন বয়স ৩৫৷ কিন্তু সমস্যা হল, আমার বিজেপি সমর্থক বন্ধুরা মোদির প্রেমে পড়ে গিয়েছেন৷ আর প্রেম তো অন্ধ৷ সত্যি-মিথ্যে চোখে পড়ে না৷ অমিত শাহ বলছেন, রিফিউজিদের নাগরিকত্ব দিতেই সিএএ আনা হয়েছে৷ এটা সম্পূর্ণ মিথ্যে কথা৷ বর্তমানে যে আইন রয়েছে, তাতেও ভারতীয় নাগরিকত্ব পেতে একই কথা বলা আছে৷ আসলে এই সব এনআরসি লাগু করার ফন্দি৷ অসমে সুপ্রিম কোর্টের রায়ে এনআরসি হয়েছে৷ কিন্তু বিজেপি-র কাছে তা রাজনৈতিক ভাবে বুমেরাং হয়েছে৷'

advertisement

তিনি বলেন, 'কিছু খবরের চ্যানেলও এই হিন্দু বনাম মুসলিম খেলার অংশীদার হয়ে গিয়েছে৷ আরে অযোধ্যায় রাম মন্দির হচ্ছে ঠিক আছে, কিন্তু মানুষের দৈনন্দিন সমস্যাগুলিরও তো কভারেজ দরকার৷'

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Kanhaiya Kumar| 'দেশদ্রোহিতার মামলা এখন প্রসাদের মতো ফ্রি-তে বিলি হচ্ছে,' তীব্র কটাক্ষ কানহাইয়ার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল