TRENDING:

Covid 19 Tablet Vaccine: ইঞ্জেকশন নয়, এবার ট্যাবলেটেই করোনার ভ্যাকসিন! ভারতে শুরু হচ্ছে ট্রায়াল

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: আর ইঞ্জেকশন নয়৷ এবার ট্যাবলেট আকারেই ভারতে মিলবে করোনার ভ্যাকসিন (Covid 19 Tablet Vaccine)? সূত্রের খবর, খুব শিগগিরই ভারতে করোনার ট্যাবলেট ভ্যাকসিনের দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শুরু করতে চলেছে ভ্যাক্সার্ট নামে একটি মার্কিন বায়ো টেকনোলজি সংস্থা৷
করোনা ভাইরাসের ভ্যাকসিন এবার ট্যাবলেট আকারে?
করোনা ভাইরাসের ভ্যাকসিন এবার ট্যাবলেট আকারে?
advertisement

গোটা বিশ্ব জুড়ে সংস্থা এই ট্যাবলেটের (Covid 19 Tablet Vaccine) যে পরীক্ষামূলক ব্যবহার শুরু করেছে, তার অংশ হিসেবেই ভারতে এই ট্রায়াল শুরু হচ্ছে৷ গত অক্টোবর মাস থেকে আমেরিকায় এই ট্রায়াল শুরু হয়৷ প্রাথমিক ভাবে ৯৬ জন এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন৷

ইতিমধ্যেই হিমাচল প্রদেশের কসৌলিতে অবস্থিত সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরিতে পৌঁছে গিয়েছে ভ্যাক্সার্ট-এর তৈরি 'ভিএক্সএ-সিওভি২ এন্টেরিক কোটেড' ট্যাবলেট৷ মার্কিন এই ওষুধ নির্মাতা সংস্থার হয়ে বেঙ্গালুরুর একটি সংস্থা ভারতে এই ট্রায়াল চালাবে৷ তারাই এই ট্যাবলেটগুলি আমদানি করেছে৷

advertisement

আরও পড়ুন: মাত্র চার মিনিটেই করোনা পরীক্ষার নির্ভুল ফল! নতুন দাবি চিনের বিজ্ঞানীদের

করোনার ভ্যাকসিন ট্যাবলেট যে ভারতে ইতিমধ্যেই চলে এসেছে তা স্বীকার করে নিয়েছেন স্বাস্থ্য মন্ত্রকের এক কর্তাও৷ তাঁর দাবি, খুব শিগগিরই ভারতীয় স্বেচ্ছাসেবকদের উপরে এই ট্যাবলেটের প্রয়োগ শুরু হবে৷

জানা গিয়েছে, স্বেচ্ছাসেবকদের ট্যাবলেটের দু'টি ডোজ দেওয়া হবে৷ প্রথম ডোজের ২৯ দিনের মাথায় দেওয়া হবে দ্বিতীয় ডোজটি৷ দু'টি ডোজের ট্যাবলেট নেওয়ার পর স্বেচ্ছাসেবকদের শরীরে তার কার্যকারিতা কতটা হয়, পরবর্তী ছ' মাসে তার উপরে নজর রাখা হবে৷

advertisement

আরও পড়ুন: বিপদ এখনও কাটেনি, ওমিক্রনের ভয়ানক ঢেউ দেখবে বহু দেশ! ফের সতর্ক করল WHO

অক্টোবর মাসে মার্কিন ওষুধ নির্মাতা সংস্থা ভ্যাক্সার্ট যে বিবৃতি দিয়েছিল, তাতে তারা দাবি করেছিল যে বাঁদরের মতো প্রাণীদের উপরে এই ট্যাবলেট প্রয়োগের ফলে প্রাণীদের শরীরে অনেক বেশি পরিমাণে অ্যান্টি বডি তৈরি হয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

অন্যদিকে প্রিমাস বায়োটেক নামে একটি ভারতীয় সংস্থাও করোনার প্রতিষেধক ট্যাবলেট তৈরি করেছে৷ তাদের তৈরি করোনা ভ্যাকসিন ট্যাবলেটের মানব দেহের উপরে প্রথম পর্যায়ের ট্রায়াল গত নভেম্বর মাস থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে৷

বাংলা খবর/ খবর/দেশ/
Covid 19 Tablet Vaccine: ইঞ্জেকশন নয়, এবার ট্যাবলেটেই করোনার ভ্যাকসিন! ভারতে শুরু হচ্ছে ট্রায়াল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল