আরও পড়ুন- কেউ কথা রাখে না! শিয়রে নির্বাচন, পদকজয়ী মীরাবাই চানুর গ্রামে এখনও নেই পানীয় জল
কোভিড টিকাদানের (COVID-19 vaccine) পরবর্তী ধাপটি গত বছরের ১ মার্চ থেকে শুরু হয়। নির্দিষ্ট কো-মর্বিডিটি থাকা ৬০ বছরের বেশি বয়সী এবং ৪৫ বছর বা তার বেশি বয়সীদের টিকা দেওয়া শুরু হয়। গত বছরের ১ এপ্রিল থেকে ৪৫ বছরের বেশি বয়সী সকল মানুষের জন্য টিকাদান শুরু হয় এই দেশে।
advertisement
এরপর কেন্দ্র সরকার গত বছরের ১ মে থেকে ১৮ বছরের বেশি বয়সী সবাইকে টিকা দেওয়ার অনুমতি দিয়ে টিকা অভিযান সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়। ১৫ থেকে ১৮ বছর বয়সী কিশোর-কিশোরীদের জন্য চলতি বছরের ৩ জানুয়ারি থেকে COVID-19 টিকা দেওয়ার পরবর্তী দফা শুরু হয়েছে।
আরও পড়ুন- "ইউক্রেনে আটকে পড়া ভারতীয়রা যেখানে আছেন সেখানেই শান্ত থাকুন": রাশিয়া
ভারতে গত ১০ জানুয়ারি থেকে স্বাস্থ্যসেবা কর্মীদের COVID-19 ভ্যাকসিনের সতর্কতামূলক ডোজ বা বুস্টার ডোজ দেওয়াও শুরু হয়েছে। নির্বাচনের দায়িত্বে থাকা কর্মীরা এবং স্বাস্থ্য পরিষেবার সঙ্গে জড়িত ফ্রন্টলাইন কর্মী এবং ৬০ বছর বা তার বেশি বয়সী মানুষদের যাদের করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের মাধ্যমে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা রয়েছে তাঁদের এই বুস্টার ডোজ (COVID-19 vaccine) দেওয়া হচ্ছে।