TRENDING:

সারা দেশে আক্রান্ত ৮১, এবার এল চরম নির্দেশিকা, করোনার দাপট রুখতে বিয়ের অনুষ্ঠানেও নিষেধাজ্ঞা

Last Updated:

করোনার জেরে এবার বিয়ের অনুষ্ঠানেও কোপ৷ বন্ধ সমস্ত বিয়েবাড়ি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু: ক্রমশও আরও ভয়াল হচ্ছে করোনার থাবা ৷ এবার করোনার জেরে নিষেধাজ্ঞা বিয়ের অনুষ্ঠানেও ৷ কর্ণাটকে সমস্ত স্কুল-কলেজ সহ শপিং মল, থিয়েটার, সিনেমা হল, পাব-ক্লাব বন্ধ রাখার নির্দেশিকা জারি করল ইয়েদুরাপ্পা সরকার ৷ একইসঙ্গে কোপ বিয়ের অনুষ্ঠানেও ৷ সমস্ত ম্যারেজ হল, বিয়ে বাড়ি বন্ধ রাখার নির্দেশ ৷ করোনা সংক্রমণে ভারতের প্রথম বলি কর্ণাটকের এক বাসিন্দা ৷ ফলে আরও তীব্রতর হয়েছে আতঙ্ক ৷ যোগী সরকারের পথেই রাজ্যে সংক্রমণ ছড়ানো রুখতে যে কোনও জমায়েতে নিষেধাজ্ঞা জারি হল কর্ণাটকে ৷ অন্যদিকে, স্বাস্থ্য দফতরের কর্মীদের সমস্ত ছুটি বাতিল করার ঘোষণা করল কর্ণাটক সরকার ৷
advertisement

চিন ছাড়িয়ে গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে মারণ করোনা ভাইরাস ৷ আক্রান্ত লাখ লাখ মানুষ ৷ সীমান্ত ছাড়িয়ে ভারতেও ছড়িয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ ৷ দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৮১ ৷ বৃহস্পতিবার কোভিড-১৯ -এর কারণে মৃত্যু হয় কর্নাটকের গুলবর্গার  ৭৬ বছর বয়সি বৃদ্ধের ৷ কর্ণাটকে সবথেকে স্পর্শকাতর গুলবর্গা অঞ্চলই ৷ সেখানকার ৪৬ জন মানুষকে আইসোলেশনে রাখা হয়েছে যার মধ্যে ৩১ জনই হাইরিস্ক ক্যাটাগরি বলে ঘোষিত ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

শুক্রবারই বেঙ্গালুরুর গুগল অফিসের এক কর্মীর করোনা আক্রান্ত হওয়ার খবর এসেছে ৷ এরফলে আইসোলেশনে পাঠানো হয়েছে তাঁর সমস্ত সহকর্মীকে ৷ এই নিয়ে বেঙ্গালুরুতে পাঁচজনের করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা সামনে এল ৷

বাংলা খবর/ খবর/দেশ/
সারা দেশে আক্রান্ত ৮১, এবার এল চরম নির্দেশিকা, করোনার দাপট রুখতে বিয়ের অনুষ্ঠানেও নিষেধাজ্ঞা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল