দেশের অন্যান্য অংশের সাথে গাজিয়াবাদেও করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়ছে৷ ইতিমধ্যেই, শুধুমাত্র গাজিয়াবাদে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ ছুঁয়েছে। কিন্তু অবাক করেছে সর্বশেষ পাওয়ার খবরটি৷ জানা গিয়েছে, গাজিয়াবাদের মেহরাউলি এলাকার একটি ৪ মাসের শিশু করোনা আক্রান্ত হয়েছে৷ এই বিষয়টি এলাকায় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ, ওই শিশুটির পরিবারের আর কেউই করোনা আক্রান্ত নন৷
advertisement
আরও পড়ুন: তৃণমূলের সরকার ‘অক্ষম’! পশ্চিমবঙ্গে পা দেওয়ার আগেই বেনজির কটাক্ষ, যা লিখলেন মোদি
প্রশ্ন উঠছে, তার পরিবারের সব সদস্য যখন করোনা নেগেটিভ, তখন ওই নবজাতক শিশুটি কীভাবে পজিটিভ হল? মেহরাউলিতে বসবাসকারী ওই পরিবার জানাচ্ছে, তাদের ৪ মাস বয়সি বাচ্চার ঠান্ডা এবং হালকা জ্বরের মতো লক্ষণ ছিল। প্রথমে, তাঁরা ভেবেছিলেন যে আবহাওয়া পরিবর্তনে কারণে ঠান্ডা লেগে গিয়েছে৷ কিন্তু, দু’দিন পরেও লক্ষণ একই রকম থাকায় তাঁরা শিশুটিকে নয়ডার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।
সেখানে চিকিৎসকদের পরামর্শে, শিশুটির কোভিড পরীক্ষা করা হয় এবং COVID-19 রিপোর্ট পজিটিভ আসে। শিশুটির রিপোর্ট পজিটিভ আসার পরেই, স্বাস্থ্য বিভাগ তৎক্ষণাৎ সক্রিয় হয়ে ওঠে এবং পরিবারের অন্যান্য সদস্যদের পরীক্ষা করানো হয়। সৌভাগ্যবশত, অন্য সকল সদস্যের রিপোর্ট নেগেটিভ এসেছে। তা সত্ত্বেও, সতর্কতা হিসেবে পুরো পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
অতিরিক্ত প্রধান চিকিৎসা কর্মকর্তা আর কে গুপ্তা জানিয়েছেন, গাজিয়াবাদে এখনও পর্যন্ত ১৪ জন রোগী করোনা আক্রান্ত। এর মধ্যে ১৩ জন রোগী হোম আইসোলেশনে এবং একজন রোগী হাসপাতালে ভর্তি আছেন। মেহরাউলিতে বসবাসকারী একটি পরিবারের ৪ মাস বয়সি শিশুও অসুস্থ হয়ে পড়ে এবং তাকে নয়ডার কৈলাস হাসপাতালে ভর্তি করানো হয়। ডাক্তাররা যখন কোভিড পরীক্ষা করেন, তখন রিপোর্ট পজিটিভ আসে। শিশুটির পরিবারের অন্যান্য সদস্যদেরও কোভিড পরীক্ষা করা হয়েছিল, কিন্তু তাদের সকলেরই ফলাফল নেগেটিভ এসেছে।