TRENDING:

‘‘ নিজেকে দোষী মানছেন না লালু, রাজনীতি করতেই বিজেপিকে নিশানা ’’...কটাক্ষ বিজেপি-র

Last Updated:

লালুপ্রসাদ যাদবকে পাল্টা আক্রমণ বিজেপির।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি:  দুর্নীতিতে দোষী সাব্যস্ত হয়েও তা স্বীকার করতে চাইছেন না তিনি। লালুপ্রসাদ যাদবকে পাল্টা আক্রমণ বিজেপির। সেইসঙ্গে কংগ্রেসকেও কটাক্ষ করেছেন তারা। বিজেপির অভিযোগ, বিহারে দুর্নীতির মহাজোট হয়েছিল। সেই জোটকেই এগিয়ে নিয়ে যেতে চাইছে আরজেডি ও কংগ্রেস ৷
advertisement

রায় ঘোষণার পরই শুরু হয় তার রাজনৈতিক প্রতিক্রিয়া। বিজেপি নাম না করে টার্গেট করেছে লালুর ছেলে তেজস্বীকেও। কংগ্রেস তোপ দেগেছে সিবিআই-এর বিরুদ্ধে।

বিহারের উপ-মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদি বলেন, ‘‘জেল যাওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আজ বাবা গেলেন, পরের জন কে ? লালু জানেন ? পুরো পরিবার দুর্নীতিতে জড়িত। কেউ পশুখাদ্য কেলেঙ্কারি তো কেউ বেনামি সম্পত্তি কেলেঙ্কারিতে। আজ চারা, এর পর লারা। ইউপিএ সরকারের আমলেই প্রথম দোষী সাব্যস্ত হন লালু ৷ আর এখন কী না তিনি বিজেপি-র দিকে আঙুল তুলছেন ! লালু প্রসাদকে আদালত দোষী সাব্যস্ত করেছে, বিজেপি নয় ৷ ’’

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
‘‘ নিজেকে দোষী মানছেন না লালু, রাজনীতি করতেই বিজেপিকে নিশানা ’’...কটাক্ষ বিজেপি-র