আরও পড়ুন- জেল থেকে ছাড়া পেয়েই জেড-প্লাস নিরাপত্তা হত্যায় অভিযুক্ত গুরমীত রাম রহিম সিংকে!
২৩৫ টি নতুন মৃত্যুর ঘটনায় মৃতের (Coronavirus in India) সংখ্যা বেড়ে ৫,১২,৩৪৪-এ পৌঁছেছে। দৈনিক COVID-19 সংক্রমণ টানা ১৬ দিন ধরে এক লক্ষের নিচেই রয়েছে। মোট সংক্রামিতের সংখ্যা এখন ১,৮১,০৭৫, যা মোট সংক্রমণের ০.৪২ শতাংশ মাত্র। অন্যদিকে, কোভিড-১৯ থেকে সুস্থতার হার বেড়ে এখন ৯৮.৩৮ শতাংশ।
advertisement
মঙ্গলবার মহারাষ্ট্রে অবশ্য ২৪ ঘণ্টায় চারটি মৃত্যুর থেকে এক লাফে ৪৭ জনের মৃত্যুর খবর মিলেছে। দৈনিক সংক্রমণ ফের ১,০০০ অতিক্রম করেছে, জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এই নিয়ে সে রাজ্যের কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা ৭৮,৬০,৩১৭-তে পৌঁছেছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,৪৩,৬৩৩।
মহারাষ্ট্রে কোভিডে মৃত্যুর হার ১.৮২ শতাংশ। স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২,৪৮৮ জন রোগী সেরে উঠেছেন। সুস্থতার সংখ্যা এখন ৭৬,৯৯,৬২৩।
আরও পড়ুন- চতুর্থ দফার আগে অখিলেশের সঙ্গে 'সৌজন্য' সাক্ষাৎ বিজেপি সাংসদ পুত্র মায়াঙ্কের!
থানেতে করোনা সংক্রমণে ৩ জনের মৃত্যু ঘটেছে। করোনাভাইরাসের ৫৩ টি নতুন সংক্রমণের তথ্যে মহারাষ্ট্রের থানে জেলায় মোট সংক্রমণের সংখ্যা ৭,০৮,০২৬- এ পৌঁছেছে। পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণের সংখ্যাটা (West Bengal Covid cases) ২৩৬। গত দিনের তুলনায় ৩৬ জন বেশি সংক্রমিত এ রাজ্যে। কোভিড আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যুও হয়েছে। রাজ্যের মোট সংক্রমণের সংখ্যা ২০,১৩,৭৮৯, জানিয়েছে স্বাস্থ্য দফতর। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ২১,১৫২ জনের (Coronavirus in India)।