TRENDING:

চার দিনেই দেশে দ্বিগুণ হচ্ছে করোনা সংক্রমণ, নিজামুদ্দিনের জমায়েতকে দায়ী করছে সরকার

Last Updated:

শনিবারই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছিল, দেশে মোট করোনা আক্রান্তের তিরিশ শতাংশের সঙ্গেই নিজামুদ্দিন যোগ পাওয়া গিয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: চার দিনেই দ্বিগুণ হয়ে যাচ্ছে দেশের করোনা আক্রান্তের সংখ্যা৷ কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দাবি, এই হারে সংক্রমণ ছড়ানোর জন্য মূল দায়ী দিল্লির নিজামুদ্দিনে তবলিঘি জামাতের ধর্মীয় অনুষ্ঠান৷ মন্ত্রকের কর্তাদের দাবি, নিজামুদ্দিনের ওই জমায়েত না হলে দেশে করোনা সংক্রমণ দ্বিগুণ হতে এক সপ্তাহেরও বেশি সময় লাগত৷ গত চব্বি ঘণ্টায় দেশে নতুন করে ৪৭২ জনের শরীরে সংক্রমণের প্রমাণ মিলেছে৷
advertisement

স্বাস্থ্যমন্ত্রকের দাবি অনুযায়ী, বর্তমানে দেশের করোনা সংক্রমিতদের সংখ্যা দ্বিগুণ হতে ৪.১ দিন করে সময় লাগছে৷ আর নিজামুদ্দিনের জমায়েত না হলে সেটাই বেড়ে হতো ৭.৪ দিন৷

শনিবারই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছিল, দেশে মোট করোনা আক্রান্তের তিরিশ শতাংশের সঙ্গেই নিজামুদ্দিন যোগ পাওয়া গিয়েছে৷ ইতিমধ্যেই জমায়েতে যোগ দেওয়া ব্যক্তিদের মধ্যে সতেরোটি রাজ্যে ছড়িয়েছে সংক্রমণ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

সংবাদসংস্থার খবর অনুযায়ী, শুধুমাত্র উত্তর প্রদেশেই তবলিঘি জামাতে যোগদানকারী ১৪৯৯ জনকে চিহ্নিত করা হয়েছে৷ এঁদের মধ্যে ১২০৫ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে৷ এঁদের মধ্যে ১৩৮ জনের শরীরে সংক্রমণ মিলেছে৷

বাংলা খবর/ খবর/দেশ/
চার দিনেই দেশে দ্বিগুণ হচ্ছে করোনা সংক্রমণ, নিজামুদ্দিনের জমায়েতকে দায়ী করছে সরকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল