TRENDING:

Covishield অক্ষম, Coronavirus new variant Omicron-এ কাজ দেয় শুধু ‘এই’ দুই ভ্যাকসিন- রিসার্চে দাবি

Last Updated:

নিউইয়র্ক টাইমসের মত অনুযায়ি অধিকাংশ এখনও অবধি ল্যাবরেটরি রিসার্চের ভিত্তিতে বেশিরভাগ করোনা ভ্যাকসিন (Corona Vaccine) ওমিক্রনের (Omicron) বিরুদ্ধে কার্যকারী প্রমাণ হয়নি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন  (Coronavirus new variant omicron) নিয়ে ভয়ের সংখ্যা সামনে আসতে শুরু করেছে৷ করোনার (Coronavirus) এই প্রজাতির সংখ্যা ভারতেও দ্রুত বাড়ছে৷ ইতিমধ্যেই তা ১৫০ -রমার্ক পার করে গেছে৷ এবার কি তাহলে ওমিক্রন (Omicron) আতঙ্ক! এর মধ্যে ভয়ের পারদ আরও বাড়িয়েছে রিসার্চের ফল৷ ওমিক্রনের বিরুদ্ধে বেশির ভাগ করোনা ভ্যাকসিন (Corona Vaccine) কার্যকরী নয় এমনটাই জানা যাচ্ছে৷ ওমিক্রনকে আটকাতে না পারলেও তার মাত্রা কম হবে৷
advertisement

করোনার বর্তমান ভ্যাকসিনগুলি কতটা কার্যকরী তা নিয়ে বিভিন্ন দেশে রিসার্চ চলছে৷ রিসার্চের প্রাথমিক ট্রেন্ড অনুযায়ি করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন  (Coronavirus new variant omicron) থেকে বাঁচতে বুস্টার ডোজ নিতে হবে৷ তাও যাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা ভ্যাকসিন (Corona Vaccine) ফাইজার ও মডের্না বুস্টার ডোজের সঙ্গে নিয়েছেন তাঁদের ওমিক্রনে সংক্রমিত হওয়ার সম্ভবনা কম৷ এদিকে পৃথিবীর সব দেশে আদৌ এই ভ্যাকসিন (Corona Vaccine) খুব বেশি পাওয়া সম্ভব নয়৷ এছাড়া এস্ট্রোজেনেকা, জনসন অ্যান্ড জনসন এবং রুশ ভ্যাকসিনও করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন (Omicron) আটকাতে ব্যর্থ৷ ফলে করোনা অতিমারি (Coronavirus) আটকানো সম্ভব হবে না৷

advertisement

আরও পড়ুন - Sourav Ganguly on Virat Kohli: বিরাটকে তাঁর কেমন লাগে? বিতর্কের মধ্যেই মুখ খুললেন সৌরভ

নিউইয়র্ক টাইমসের মত অনুযায়ি অধিকাংশ এখনও অবধি ল্যাবরেটরি রিসার্চের ভিত্তিতে বেশিরভাগ করোনা ভ্যাকসিন (Corona Vaccine) ওমিক্রনের (Omicron) বিরুদ্ধে কার্যকারী প্রমাণ হয়নি৷ ফাইজার ও মডের্নার ভ্যাকসিন নতুন এমআরএনএ পদ্ধতিতে তৈরি হয়েছে৷ এই দুই ভ্যাকসিন এখনও অবধি করোনার প্রতিটা নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকরী সুরক্ষা দেয়৷ আমেরিকা ও ইউরোপের কিছু দেশে এর ব্যবহার হয়৷

advertisement

আরও পড়ুন - Brijbhushan Sharan Singh: তরুণ কুস্তিগীরকে ভরা মঞ্চে সপাটে চড়! মহাবিতর্কে সাংসদ

চাইনিজ ভ্যাকসিনের হাল

চিনের দুটি ভ্যাকসিন সিনোফার্ম ও সিনোবেক ওমিক্রনের বিরুদ্ধে আদৌ কার্যকর নয়৷ এদিকে সারা পৃথিবীর অর্ধেকেরও বেশি দেশে এই দুই ভ্যাকসিনই দেওয়া হয়েছে৷ এতে চিন ও নিম্ন আয়ভুক্ত দেশ ব্রাজিল -মেক্সিকোতে এই ভ্যাকসিনই দেওয়া হয়েছে৷

advertisement

ব্রিটেনে একটি শুরুর দিকের রিসার্চে বলা হয়েছে অক্সফোর্ড -এস্ট্রোজেনেকা ভ্যাকসিন নেওয়ার ৬ মাসের মধ্যে ওমিক্রন সংক্রমণ হয়নি৷ ভারতে টিকা নেওয়ার কোভিশিল্ড ব্র্যান্ড ভ্যাকসিন হিসেবে নেওয়া হয়েছে৷ এটার ব্যাপক ব্যবহার আফ্রিকাতেও হয়েছে৷ গ্লোবল কোভিড ভ্যাকসিন কার্যক্রম কোবৈক্স ৪৪ টি দেশে ৬৭ মিলিয়ন ডোজ দেওয়া হয়েছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

বিজ্ঞানীদের দাবি রাশিয়ার স্পুটনিক ভ্যাকসিন যার প্রয়োগ আফ্রিকা, ও লাতিন আমেরিকাতে দেওয়া হয়েছে যা ওমিক্রনের বিরুদ্ধে সুরক্ষা দিতে পারছে না৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Covishield অক্ষম, Coronavirus new variant Omicron-এ কাজ দেয় শুধু ‘এই’ দুই ভ্যাকসিন- রিসার্চে দাবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল