TRENDING:

Coronavirus New Symptoms: সরকারিভাবে তালিকাভুক্ত হল কোভিডের এই ৯টি নয়া উপসর্গ

Last Updated:

ডেলটাক্রন,ওমিক্রন, নিওকোভের পর এ বার হদিশ মিলল করোনাভাইরাসের নয়া রূপ এক্সই-র

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ফের ভয় দেখাচ্ছে করোনাভাইরাস। হু-হু করে করোনা সংক্রামিতের সংখ্যা বাড়ছে চিনে। দু’বছর আগে করোনার প্রথম স্ফীতির পর ৩ এপ্রিল এক দিনে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হল চিনে। রবিবার চিনের স্বাস্থ্য কমিশনের দেওয়া বিবৃতি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৩,১৪৬ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় দৈনিক সংক্রমিতের সংখ্যা ৩,২৩০। সোমবার এই সংখ্যা ছিল ৪,১২৯।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় দৈনিক সংক্রমিতের সংখ্যা ৩,২৩০। সোমবার এই সংখ্যা ছিল ৪,১২৯।
advertisement

ডেলটাক্রন,ওমিক্রন, নিওকোভের পর এ বার হদিশ মিলল করোনাভাইরাসের নয়া রূপ এক্সই-র। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, করোনাভাইরাসের এই নয়া রূপটি ওমিক্রনের বিএ.২ উপপ্রজাতির তুলনায় ১০ শতাংশ বেশি সংক্রামক। এখনও পর্যন্ত ওমিক্রনের বিএ.২ উপপ্রজাতিটি বিশ্বে সবচেয়ে বেশি সংক্রামক হিসেবে পরিচিতি পেয়েছে। আমেরিকায় সাম্প্রতিক সংক্রমণের অধিকাংশ ক্ষেত্রেই এই ভাইরাসটি দায়ী।

আরও পড়ুন: গোরক্ষনাথ মন্দিরে অস্ত্র হাতে আক্রমণ! এটিএস যা বলছে, তাতে ঘুম উড়েছে প্রশাসনের

advertisement

এতদিন পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণের মূল উপসর্গগুলি ছিল জ্বর, লাগাতার সর্দি-কাশি, ঘ্রাণ ও স্বাদ চলে যাওয়া। কিন্তু এখন করোনা সংক্রমণের ৯টি নতুন উপসর্গ দেখা যাচ্ছে এবং এই উপসর্গগুলি সরকারিভাবে তালিকাভুক্তও করা হয়েছে (Coronavirus New Symptoms)।

কোভিডের নয়া উপসর্গের মধ্যে রয়েছে, শ্বাসের কষ্ট, ক্লান্তি, শরীরে ব্যথা, মাথা ব্যথা, গলায় ব্যথা, নাক দিয়ে জল পড়া অথবা নাক বন্ধ হয়ে যাওয়া, খিদে কমে যাওয়া, ডায়েরিয়া, জ্বরজ্বর ভাব অথবা জ্বর আসা।

advertisement

আরও পড়ুন: প্রকল্প জনপ্রিয় করতে হাত খোলা খরচ! বিভিন্ন রাজ্যের প্রকল্প নিয়ে মোদির কাছে আশঙ্কা প্রকাশ আমলাদের

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রবিবারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত হলেন ১,০৯৬ জন মানুষ। করোনায় মৃত্যু হয়েছে ৮৩ জনের। শুক্রবার ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১,২৬০। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা নিম্নমুখী হলেও মৃত্যুর সংখ্যা ঠিক গত দিনের মতোই। ৮৩ জন। সব মিলিয়ে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫,২১,৩৪৫ জন। তবে কেন্দ্রের তথ্য বলছে, সক্রিয় রোগীর সংখ্যা সামান্য কমেছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Coronavirus New Symptoms: সরকারিভাবে তালিকাভুক্ত হল কোভিডের এই ৯টি নয়া উপসর্গ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল