ডেলটাক্রন,ওমিক্রন, নিওকোভের পর এ বার হদিশ মিলল করোনাভাইরাসের নয়া রূপ এক্সই-র। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, করোনাভাইরাসের এই নয়া রূপটি ওমিক্রনের বিএ.২ উপপ্রজাতির তুলনায় ১০ শতাংশ বেশি সংক্রামক। এখনও পর্যন্ত ওমিক্রনের বিএ.২ উপপ্রজাতিটি বিশ্বে সবচেয়ে বেশি সংক্রামক হিসেবে পরিচিতি পেয়েছে। আমেরিকায় সাম্প্রতিক সংক্রমণের অধিকাংশ ক্ষেত্রেই এই ভাইরাসটি দায়ী।
আরও পড়ুন: গোরক্ষনাথ মন্দিরে অস্ত্র হাতে আক্রমণ! এটিএস যা বলছে, তাতে ঘুম উড়েছে প্রশাসনের
advertisement
এতদিন পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণের মূল উপসর্গগুলি ছিল জ্বর, লাগাতার সর্দি-কাশি, ঘ্রাণ ও স্বাদ চলে যাওয়া। কিন্তু এখন করোনা সংক্রমণের ৯টি নতুন উপসর্গ দেখা যাচ্ছে এবং এই উপসর্গগুলি সরকারিভাবে তালিকাভুক্তও করা হয়েছে (Coronavirus New Symptoms)।
কোভিডের নয়া উপসর্গের মধ্যে রয়েছে, শ্বাসের কষ্ট, ক্লান্তি, শরীরে ব্যথা, মাথা ব্যথা, গলায় ব্যথা, নাক দিয়ে জল পড়া অথবা নাক বন্ধ হয়ে যাওয়া, খিদে কমে যাওয়া, ডায়েরিয়া, জ্বরজ্বর ভাব অথবা জ্বর আসা।
রবিবারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত হলেন ১,০৯৬ জন মানুষ। করোনায় মৃত্যু হয়েছে ৮৩ জনের। শুক্রবার ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১,২৬০। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা নিম্নমুখী হলেও মৃত্যুর সংখ্যা ঠিক গত দিনের মতোই। ৮৩ জন। সব মিলিয়ে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫,২১,৩৪৫ জন। তবে কেন্দ্রের তথ্য বলছে, সক্রিয় রোগীর সংখ্যা সামান্য কমেছে।