চিনা-সহ বাকি দেশগুলি থেকে ভারতে আসা যাত্রীদের জন্য এই ফর্ম নিয়ে আসা হবে। নিয়ম অনুযায়ী, অন্যান্য দেশ থেকে যে সকল যাত্রী এদেশে আসবেন, তাঁদের ৭২ ঘণ্টা আগে আরটিসিপিআর টেস্ট করাতে হবে। সেই রিপোর্ট দেখিয়ে তবেই তিনি এদেশে প্রবেশের অনুমতি পাবেন।
সরকারি সূত্র থেকে জানা গিয়েছে, চিন থেকে ভারতে আসার সরাসরি বিমান পরিষেবা আপাতত স্থগিত রয়েছে। তবে অন্যান্য দেশের সঙ্গে ভারতে বিমান পরিষেবা এখনও চালু রয়েছে।
advertisement
পিটিআই-কে দেওয়া সরকারি একটি সূত্র জানাচ্ছে, চিন-সহ বেশ কিছু দেশে সম্প্রতি করোনা পরিস্থিতি বেশ উদ্বেগজনক। এই অবস্থায় কেন্দ্রীয় সরকার ফের এয়ার সুবিধা ফর্ম নিয়ে এসেছে। এই ফর্মটি বাধ্যতামূলক ভাবে সকল যাত্রীকে করতে হবে।
যে দেশগুলিতে সম্প্রতি করোনা কেস বাড়ছে সেই দেশ থেকে আসা যাত্রীদেরই এই ফর্ম ফিলাপ করতে হবে। এই ফর্মে ৭২ ঘণ্টা আরটিপিসিআর টেস্টের পাশাপাশি করোনা টিকা সম্পর্কিত সঠিক তথ্য প্রত্যেক যাত্রীকে দিতে হবে। কোনও যাত্রীর যদি রিপোর্ট পজিটিভ হয়, তাহলে তাঁকে আইসোলেশনে রাখা হবে।
এর পাশাপাশি ভারতের বিমানবন্দরগুলিতেও করোনা টেস্টের ব্যবস্থা করা হচ্ছে বলে খবর। প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরে চিনে করোনা পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে গিয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন, আজ রানাঘাটে মমতা-অভিষেকের পাল্টা সভা শুভেন্দুর, কী বার্তা দেবেন বিরোধী দলনেতা?
আরও পড়ুন, ওমিক্রনের BF.7 ভ্যারিয়্যান্ট ভয়ঙ্কর সংক্রামক! করোনা নিয়ন্ত্রণে দেশকে 'দুই' পরামর্শ মোদির
করোনার ভ্যারিয়েন্ট ওমিক্রনের একটি সাব-ভ্যারিয়েন্ট বিএফ-৭ এর জেরেই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে চিনে। হাসপাতালে ভিড় বাড়ছে। এই অবস্থায় বাকি দেশগুলি করোনা নিয়ে কিছু পুরনো কোভিড নিয়ম চালু করতে চলেছে।