ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কানপুরের গবেষকদের দাবি, ২২ জুন থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চলবে করোনার চতুর্থ ঢেউয়ের প্রভাব (Coronavirus Fourth Wave)। এভাবেই করোনা থেকে যাবে আমাদের সঙ্গে। কখনও ঢেউ বাড়বে, কখনও ঢেউ কমবে। তবে এবারের ঢেউ কতটা মারাত্মক হবে তা নির্ভর করবে করোনার নতুন ভ্যারিয়েন্টের উপর। এবং অবশ্যই দেশে করোনার টিকা ও বুস্টার ডোজের উপরেও তার ভয়াবহতা নির্ভর করবে।
advertisement
আরও পড়ুন: ফের করোনার কবলে তারকা, এবার আক্রান্ত হলেন শ্রুতি হাসান
তৃতীয় ঢেউতে আক্রান্তের সংখ্যা অনেক হলেও সেই তুলনায় প্রাণ হারাননি অত লোক। এই পরিস্থিতিতে চতুর্থ ঢেউ নিয়ে আতঙ্ক তুঙ্গে (Coronavirus Fourth Wave)। মেডএভিক্স (MedExiv) জার্নালে গত ২৪ ফেব্রুয়ারি প্রকাশিত হওয়া একটি রিপোর্টে গবেষকরা দাবি করেছেন, ১৫ থেকে ৩১ অগস্টের মধ্যে সংক্রমণের গ্রাফ শীর্ষে উঠতে পারে। উল্লেখ্য, এর আগে তৃতীয় ঢেউ নিয়ে কানপুর বিশ্ববিদ্যালয়ের দাবি কয়েকদিনের ফারাকে মিলে গিয়েছিল।
আরও পড়ুন: সকালে উঠেই মাথা ছিঁড়ে যাচ্ছে? এই বিষয়গুলিতে সতর্কতা নিন!
চতুর্থ ঢেউয়ের দিনক্ষণের পূর্বাভাস দিতে 'বুটস্ট্র্যাপ' নামক স্ট্যাটিসটিকাল মডেল প্রয়োগ করেছেন গবেষকরা। গবেষকদের দাবি, এই মডেল ব্যবহার করে ভারত ছাড়াও অন্য দেশের করোনা ঢেউয়ের দিনক্ষণের পূর্বাভাস দেওয়া যায়। বিশ্বের অনেক অনেক দেশেই এখন তৃতীয় ঢেউ চলছে। আবার অনেক দেশেই করোনার চতুর্থ ডেউ শুরু হচ্ছে বলে দাবি করেছেন গবেষকরা। ফলে করোনাবিধি ভুলে থাকলে চলবে না, সতর্কতা নিয়েই চলতে হবে।