আরও পড়ুন- "মাদ্রাসায় হিজাব খিজাব যা খুশি পরুন" হিজাব বিতর্কে সমালোচনার মুখে সাধ্বী প্রজ্ঞা
দেশব্যাপী টিকাদান অভিযান শুরু হয়েছিল গত বছরের ১৬ জানুয়ারি। প্রথম পর্যায়ে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে সরাসরি জড়িত কর্মীদেরই এই টিকা দেওয়া হয়েছিল। গত বছরের ২ ফেব্রুয়ারি থেকে ফ্রন্ট লাইন ওয়ার্কারদের করোনা টিকা দেওয়া শুরু হয়।
advertisement
কোভিড টিকাদানের পরবর্তী ধাপটি গত বছরের ১ মার্চ থেকে শুরু হয়। নির্দিষ্ট কো-মর্বিডিটি থাকা ৬০ বছরের বেশি বয়সী এবং ৪৫ বছর বা তার বেশি বয়সীদের টিকা দেওয়া শুরু হয়। গত বছরের ১ এপ্রিল থেকে ৪৫ বছরের বেশি বয়সী সকল মানুষের জন্য টিকাদান শুরু হয় এই দেশে।
এরপর কেন্দ্র সরকার গত বছরের ১ মে থেকে ১৮ বছরের বেশি বয়সী সবাইকে টিকা দেওয়ার অনুমতি দিয়ে টিকা অভিযান সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়। ১৫ থেকে ১৮ বছর বয়সী কিশোর-কিশোরীদের জন্য চলতি বছরের ৩ জানুয়ারি থেকে COVID-19 টিকা দেওয়ার পরবর্তী দফা শুরু হয়েছে।
আরও পড়ুন-বিজেপি-র আমলে বড়লোক আরও ধনী হয়েছেন, গরীব আরও গরীব, আক্রমণ মনমোহনের
দেশে ওমিক্রনের তৃতীয় ঢেউয়ের বাড়বাড়ন্ত শুরু হতেই এই বছরের ১০ জানুয়ারি থেকে HCW, FLW সহ নির্বাচনের কাজে যুক্ত কর্মীদের এবং ৬০ বছর বা তার বেশি বয়সী কো-মর্বিডিটি আক্রান্ত ব্যক্তিদেরকে কোভিড ভ্যাকসিনের সতর্কতামূলক ডোজ দেওয়াও শুরু হয়েছে।