ইতিমধ্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। বৈঠকের পর বিভিন্ন রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনায় বসেন স্বাস্থ্যসচিব। সূত্রের খবর, বৈঠকে গুরুত্ব দিতে বলা হয়েছে RT-PCR টেস্টের ওপরে। করোনা পজিটিভ হলেই রোগীর নমুনা যাতে জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠানো হয় সেই ব্যাপারে হাসপাতালগুলিকে নির্দেশিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ বাড়িতে শুধু টাকা আর টাকা! ১৯ ঘণ্টা ম্যারাথন তল্লাশি শেষ! বাইরনের বাড়ি থেকে যা উদ্ধার হল…! তোলপাড়
পরিসংখ্যান অনুযায়ী, কেরলে গত ২৪ ঘণ্টায় আরও ২৯২ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩ জনের। তামিলনাড়ুতে ১৩, মহারাষ্ট্রে ১১। তেলঙ্গানা, পঞ্জাব, দিল্লি, গোয়া এবং গুজরাত মিলিয়ে ৩৪১ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। সবমিলিয়ে দেশে এই মুহূর্তে অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা ২,৬৬৯। তবে রাজ্যের পরিস্থিতি এখনও সন্তোষজনক। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত রাজ্যে কোনও করোনা আক্রান্তের সন্ধান মেলেনি।
তবে পরিস্থিতিতে আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে রাজ্য প্রশাসন জেলায় জেলায় হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রগুলিতে কিছু বেড করোনা আক্রান্তদের চিকিৎসার জন্যও নির্দিষ্ট করে রাখার পরিকল্পনা করেছে। কলকাতায় বেলেঘাটা আইডি হাসপাতাল এবং এম আর বাঙুর হাসপাতালে ICU-সহ কিছু বেড কোভিড রোগীদের জন্য় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে স্বাস্থ্যভবনের এক কর্তা জানিয়েছেন, ‘রাজ্যে কোনও আক্রান্তের হদিশ মেলেনি আজ পর্যন্ত। তবে আমরা করোনা মোকাবিলার জন্যও সবরকমভাবে প্রস্তুত।’