কর্মী কম থাকায় চাপ বাড়ছে রেলকর্মীদের। এই অবস্থায় নিয়ম করে কাউন্সেলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। রেল সূত্রে খবর, সিনিয়র ট্রেন ম্যানেজার ও সেকশন কন্ট্রোলারদের সঙ্গে নিয়ে এই কাউন্সেলিং প্রক্রিয়ায় নজরদারি করা হবে। তবে বাহানাগা বাজার স্টেশনে দুর্ঘটনার পরে তড়িঘড়ি এই সিদ্ধান্তে আসতে হল কেন?
আরও পড়ুন: ‘ধামাচাপা দিতে সব সাফ হয়ে গেল’, করমণ্ডল নিয়ে বিস্ফোরক মমতা! ইঙ্গিত কার দিকে?
advertisement
ইস্টার্ন রেলওয়ে মেনস ইউনিয়নের নেতা অমিত ঘোষ জানিয়েছেন, ‘এই চিঠি বা নোটিফিকেশন দ্রুত ইস্যু করার মাধ্যমে বুঝিয়ে দেওয়া হল, আসলে কাউন্সেলিং হয় না৷ একটা সতর্কবার্তা নোটিশ আকারে বিভিন্ন সময় হাতে ধরিয়ে দেওয়া হয়৷ বহু ক্ষেত্রে নতুন সিগন্যাল বা লাইনের কাজের সঙ্গে সম্পর্কিত বিষয় নিয়ে কিছুই জানতে পারা যায় না৷ এখন এই নোটিফিকেশন দিয়ে কী লাভ? আমরা চাই গোটা বিষয়টি খাতায় কলমে না রেখে বাস্তবে পূর্ণতা পাক৷’
আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনা হতে পারে, ৪ মাস আগেই সাবধান করেন রেলকর্তা! করমণ্ডল-কাণ্ডে চাঞ্চল্যকর রিপোর্ট
প্রাক্তন রেল কর্তাদের একাংশের বক্তব্য, দীর্ঘ দিন ধরে সেফটি সংক্রান্ত পদ ফাঁকা পড়ে রয়েছে৷ বহু গুরুত্বপূর্ণ জায়গায় নিয়োগ হচ্ছে না৷ এই অবস্থায় অতিরিক্ত কাজের বোঝা চাপছে৷ তাই নিয়ম করে রেল পরিচালনার সঙ্গে যারা সক্রিয় ভাবে যুক্ত তাঁদের কাউন্সেলিং করানো উচিত বলে মত তাঁদের৷
আবীর ঘোষাল