ওড়িশার বাহানগা বাজার স্টেশনের কাছে ভয়ানক দুর্ঘটনার কবলে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেস। দুর্ঘটনায় রেলের হিসেবে ২৭৮ জনের মৃত্যু হয়েছে। ১০০০ যাত্রী আহত হয়েছিলেন। সেই ঘটনার পর অভিশপ্ত লাইনে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।
আরও পড়ুন- ঘটনার দিন কারা ডিউটিতে, কাদের ছুটি? মামলা রুজু করে তথ্য সংগ্রহ শুরু করল সিবিআই
advertisement
ভয়াবহ দুর্ঘটনার পাঁচ দিন পর বুধবার থেকে আবার চলবে করমণ্ডল এক্সপ্রেস। বুধবার বিকেল সওয়া তিনটে নাগাদ শালিমার থেকে ছাড়বে করমণ্ডল এক্সপ্রেস।
দুর্ঘটনার পর লাইন ও বৈদ্যুতিক তার ছিঁড়ে ছারখার হয়ে গিয়েছিল। রেলের তরফে যুদ্ধকালীন তৎপরতায় সারানো হয়েছে লাইন। তার পর সেই লাইন দিয়ে মালগাড়ি চালিয়েছে রেল। রবিবার রাত ১০টা ৪০ মিনিটে ডাউন লাইনে সেই মালগাড়ি চলে।
আরও পড়ুন- কর্মীরা অফিসে ঢুকলে গেটে তালা! কেউ বেরোতে পারবে না! ভয়ানক কাণ্ড ঘটাল এক সংস্থা
সোমবার লাইন সারানোর কাজ শেষ হয়েছে। তার পর ওই পথে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস। তবে গতি ছিল কম। বুধবার শালিমার থেকে চেন্নাইয়ের পথে ফের রওনা দেবে করমণ্ডল এক্সপ্রেস।