TRENDING:

বুরহান ওয়ানির গ্রামে সেনা জঙ্গি গুলির লড়াইয়ে শহীদ এক পুলিশকর্মী, নিকেশ ৩ জঙ্গি

Last Updated:

ফের সেনা জঙ্গি গুলি বিনিময়ে উত্তপ্ত হয়ে উঠল জম্মু-কাশ্মীর ৷ নিহত মুজাহিদ্দিন কমান্ডার বুরহান ওয়ানির গ্রাম আরও একবার রণক্ষেত্র ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শ্রীনগর: ফের সেনা জঙ্গি গুলি বিনিময়ে উত্তপ্ত হয়ে উঠল জম্মু-কাশ্মীর ৷ নিহত মুজাহিদ্দিন কমান্ডার বুরহান ওয়ানির গ্রাম আরও একবার রণক্ষেত্র ৷
advertisement

জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় শনিবার রাত থেকেই চলছে সেনা ও জঙ্গিদের মধ্যে গুলি বিনিময় ৷ জঙ্গিদের গুলিতে নিহত এক পুলিশকর্মী ৷ একজন আর্মি মেজর সহ জখম তিন জন ৷ অন্যদিকে শেষ পাওয়া খবর অনুযায়ী ভারতীয় জওয়ানদের পাল্টা গুলিতে নিকেশ তিন জঙ্গি ৷

গোপন সূত্রে পুলওয়ামা জেলার হায়ুনা গ্রামে ওয়ান্টেড জঙ্গি আকুব সহ আরও দুজন হিজবুল মুজাহিদ্দিন জঙ্গির লুকিয়ে থাকার খবর পেয়ে তল্লাশিতে নামে সেনা বাহিনী ৷ জঙ্গিদের আশ্রয়স্থলটি চিহ্নিত করে প্রথমে বাড়িটি ঘিরে ফেলা হয় বাড়িটিকে ৷

advertisement

ভারতীয় জওয়ানদের হামলা শুরু হওয়ার আগেই জওয়ানদের উপস্থিতি জানতে পেরে তাদের উপর গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা ৷ আহত হন বেশ কিছু ভারতীয় জওয়ান ৷ শুরু হয়ে যায় দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় ৷ সেনার পাল্টা গুলিতে মৃত্যু হয়েছে তিন জঙ্গিরই ৷ ১৫ ঘণ্টা পর শেষ হয় গুলির লড়াই ৷ এখন চলছে চিরুনি তল্লাশি ৷

advertisement

নিহত স্পেশাল অপারেশন গ্রুপের পুলিশকর্মীর নাম মনসুর আহমেদ। নিহত ২ জঙ্গি আকিব ও জিশান বুরহান ওয়ানি ঘনিষ্ঠ। এছাড়াও গুলিতে জখম ১ মেজর জেনারেল-সহ ৫ জন। নিরাপত্তাবাহিনীর অভিযান এখনও চলছে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

গত বছরের এপ্রিলে হিজাবুল মুজাহিদ্দিন কম্যান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই উত্তপ্ত উপত্যকা ৷

বাংলা খবর/ খবর/দেশ/
বুরহান ওয়ানির গ্রামে সেনা জঙ্গি গুলির লড়াইয়ে শহীদ এক পুলিশকর্মী, নিকেশ ৩ জঙ্গি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল