TRENDING:

বুরহান ওয়ানির গ্রামে সেনা জঙ্গি গুলির লড়াইয়ে শহীদ এক পুলিশকর্মী, নিকেশ ৩ জঙ্গি

Last Updated:

ফের সেনা জঙ্গি গুলি বিনিময়ে উত্তপ্ত হয়ে উঠল জম্মু-কাশ্মীর ৷ নিহত মুজাহিদ্দিন কমান্ডার বুরহান ওয়ানির গ্রাম আরও একবার রণক্ষেত্র ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শ্রীনগর: ফের সেনা জঙ্গি গুলি বিনিময়ে উত্তপ্ত হয়ে উঠল জম্মু-কাশ্মীর ৷ নিহত মুজাহিদ্দিন কমান্ডার বুরহান ওয়ানির গ্রাম আরও একবার রণক্ষেত্র ৷
advertisement

জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় শনিবার রাত থেকেই চলছে সেনা ও জঙ্গিদের মধ্যে গুলি বিনিময় ৷ জঙ্গিদের গুলিতে নিহত এক পুলিশকর্মী ৷ একজন আর্মি মেজর সহ জখম তিন জন ৷ অন্যদিকে শেষ পাওয়া খবর অনুযায়ী ভারতীয় জওয়ানদের পাল্টা গুলিতে নিকেশ তিন জঙ্গি ৷

গোপন সূত্রে পুলওয়ামা জেলার হায়ুনা গ্রামে ওয়ান্টেড জঙ্গি আকুব সহ আরও দুজন হিজবুল মুজাহিদ্দিন জঙ্গির লুকিয়ে থাকার খবর পেয়ে তল্লাশিতে নামে সেনা বাহিনী ৷ জঙ্গিদের আশ্রয়স্থলটি চিহ্নিত করে প্রথমে বাড়িটি ঘিরে ফেলা হয় বাড়িটিকে ৷

advertisement

ভারতীয় জওয়ানদের হামলা শুরু হওয়ার আগেই জওয়ানদের উপস্থিতি জানতে পেরে তাদের উপর গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা ৷ আহত হন বেশ কিছু ভারতীয় জওয়ান ৷ শুরু হয়ে যায় দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় ৷ সেনার পাল্টা গুলিতে মৃত্যু হয়েছে তিন জঙ্গিরই ৷ ১৫ ঘণ্টা পর শেষ হয় গুলির লড়াই ৷ এখন চলছে চিরুনি তল্লাশি ৷

advertisement

নিহত স্পেশাল অপারেশন গ্রুপের পুলিশকর্মীর নাম মনসুর আহমেদ। নিহত ২ জঙ্গি আকিব ও জিশান বুরহান ওয়ানি ঘনিষ্ঠ। এছাড়াও গুলিতে জখম ১ মেজর জেনারেল-সহ ৫ জন। নিরাপত্তাবাহিনীর অভিযান এখনও চলছে।

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

গত বছরের এপ্রিলে হিজাবুল মুজাহিদ্দিন কম্যান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই উত্তপ্ত উপত্যকা ৷

বাংলা খবর/ খবর/দেশ/
বুরহান ওয়ানির গ্রামে সেনা জঙ্গি গুলির লড়াইয়ে শহীদ এক পুলিশকর্মী, নিকেশ ৩ জঙ্গি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল