রাজস্থানের পুলিশ অফিসার ধনপত৷ স্ত্রী কিরণ৷ বিয়ের আগে যেভাবে প্রি ওয়েডিং শ্যুট করা হয়, সেভাবে তাদেরও একটা মিষ্টি ভিডিও শ্যুট করা হয়েছিল৷ কীভাবে দু’জনের আলাপ, সেখান থেকে প্রেম, সেই গল্পই বলা হয়েছে ভিডিওটিতে৷ দেখানো হয়েছে যে হেলমেট না পরে বাইক চালানোর জন্য কিরণকে আটকাচ্ছেন ধনপত৷ কিরণ এসে তাঁকে পকেটে টাকা গুঁজে দিচ্ছেন গুষ হিসেবে৷ এরপর গল্প এগিয়েছে৷ তারপর তাদের প্রেম শুরু৷
advertisement
আরও পড়ুনরাণু তো ভাইরাল, কিন্তু কোন ব্যক্তির হাত ধরে পরিচয় পেলেন রানাঘাটের ভবঘুরে? চিনুন তাকে...
বিয়ের আগে এমন ভিডিও শ্যুট এখন আকছার হচ্ছে৷ সকলেই এমন ভিডিও শ্যুট করেন৷ কিন্তু ব্যক্তিগত এমন ভিডিও-তে কীভাবে উর্দি পরে এই ঘুষ নেওয়ার ভিডিও তিনি শ্যুট করলেন? এই প্রশ্ন উঠেছে৷ অফিসারের এমন কান্ডকারখানায় হতাশ উর্ধতন কর্তৃপক্ষ৷ উর্দির অপব্যবহার করা হয়েছে বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে৷ এখন উদয়পুরে রয়েছেন ধনপত৷
দেখুন সেই ভিডিও...