ইংরাজি খবরের কাগজ টাইমস অফ ইন্ডিয়া অনুযায়ি কর্ণাটকের শিবমোগা-র রামচন্দ্রপুর মঠের প্রধান রাঘবেশ্বর ভারতী নিজের দাবিতে রামায়ণের উদাহরণ দিয়েছেন৷ তাঁর মতে রামায়ণে ভগবান হনুমান সীতাকে নিজের জন্মবৃত্তান্ত বিবৃত করেছিলেন৷ তিনি বলেছিলেন তাঁর জন্মস্থান সমুদ্রের ধারে গোকর্ণে৷ রাঘবেশ্বর ভারতী বলেছেন, ‘‘ রামায়ণের যে প্রমাণ পাওয়া যায়৷ তা অনুযায়ি গোকর্ণ হনুমানের জন্মভূমি আর কিষ্কিন্ধ্যা -র অঞ্জনাদ্রি তাঁর কর্মভূমি৷ ’’
advertisement
এদিকে হনুমান কোথায় জন্মেছেন তা নিয়ে কার দাবি ঠিক তা প্রমাণ করতে তিরুমালা তিরুপতি দেবস্থানম (TTD) -র বিশেষজ্ঞ দল রিসার্চ শুরু করেছে৷ এই কমিটি ২১ এপ্রিল নিজের রিপোর্ট জমা দেবে৷ এই কমিটিতে বৈদিক জ্ঞানের আধিকারিকরা, পুরাতত্ত্ব বিজ্ঞানী এবং ইসরোর বৈজ্ঞানিক রয়েছেন৷ এরইমধ্যে TTD মন্দির প্রশাসন ১৩ এপ্রিল অর্থাৎ তেলেগু নববর্ষের দিনে পুস্তিকা হিসেবে দস্তাবেজ জারি করেছে৷ এই প্রমাণ্য দস্তাবেজে থাকবে তিরুমালা অর্থাৎ সপ্ত পাহাড়ের একটি অঞ্জনাদ্রিই ভগবান হনুমানের জন্মস্থান৷
তিরুমালা তিরুপতি দেবস্থানম -র আধিকারি জওহর রেড্ডি বলেছেন তাঁর কাছে পৌরাণিক আর পুরাতাত্ত্বিক প্রমাণ আছে৷ এর দ্বারা প্রমাণ হবে তিরুপতির অঞ্জনাদ্রিতে ভগবান হনুমানের জন্ম৷
কর্ণাটকের কিষ্কিন্ধ্যার অঞ্জনাদ্রি তে প্রোজেক্টে কাজ শুরু হয়েছে৷ তাদের দাবি যে ভগবান রামের জন্ম এখানেই হয়েছিল৷ বলার বিষয় রামায়ণের হাম্পি -র কাছে কিষ্কিন্ধ্যায় এর উল্লেখ রয়েছে৷ রামায়ণ অনুযায়ি এই ভগবান রাম ও লক্ষ্মণ প্রথমবার হনুমানের সঙ্গে দেখা করেছিলেন৷ কোপ্পল জেলার থেকে আসা মন্ত্রী বিসি পাটিল বলেছেন, ‘‘এখন আমরা এই জায়গাকে হনুমানের জন্মস্থল হিসেবে দেখিয়ে তীর্থস্থল গড়ে তুলব৷ ’’