বিজেপি সরকারের তীব্র বিরোধিতা শুরু করে শিবসেনাও৷ সংসদে মুলতুবি প্রস্তাব আনে কংগ্রেস, তৃণমূল ও শিবসেনা৷ কাশ্মীরের পরিস্থিতি নিয়ে আলোচনা চেয়ে প্রস্তাব আনে কংগ্রেস৷ মহারাষ্ট্রে অতিবৃষ্টির জেরে ফসলের ক্ষতি নিয়ে আলোচনা চেয়ে প্রস্তাব আনে শিবসেনা৷ কাশ্মীরে প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে রাখার প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি চান তৃণমূল সাংসদ সৌগত রায়৷ মহারাষ্ট্রের কৃষক সমস্যা নিয়ে সংসদের বাইরে বিক্ষোভ শুরু করেন শিবসেনা সাংসদরা৷ যদিও লোকসভা স্পিকার ওম বিড়লা মুলতুবি প্রস্তাব খারিজ করে দেন৷
advertisement
কাশ্মীর প্রসঙ্গে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন, 'কেন বিরোধী নেতাদের কাশ্মীরে যেতে বাধা দেওয়া হচ্ছে? কাশ্মীরের রাজনৈতিক নেতারা নজরবন্দি৷ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নেই৷' দফায় দফায় বিরোধীরা কাশ্মীরের পরিস্থিতি নিয়ে স্লোগান তুলতে থাকেন৷
অসমের কংগ্রেস সাসংদ গৌরভ গগৈ সংসদের সামনে মহাত্মা গান্ধি মূর্তির সামনে দূষণের মাত্রা বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখান৷ দূষণ নিয়ন্ত্রণে সরকার তত্পর, এটা বোঝাতে বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি সাইকেলে ও কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বৈদ্যুতিন গাড়িতে সংসদে ঢোকেন৷ সাইকেল চালিয়ে সংসদে আসেন বিজেপি সাংসদ মনসুখ মান্ডভিয়াও৷
এ দিন অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'সংসদে ভালো মানের বিতর্ক হওয়া খুবই প্রয়োজন৷'