কংগ্রেসের তরফে ট্যুইটারে প্রথমে যে পোস্টার পোস্ট করা হয়েছিল, তাতে অনেকেরই মনে হয়েছিল, রাহুল গান্ধিকেই ‘ইন্ডিয়া’ জোটের মুখ্য পরিচালক হিসাবে দেখানো হয়েছে। যা নিয়ে ‘আপত্তি’ উঠেছিল জোটেরই অন্দরে৷ এছাড়াও, ওই পোস্টারে রাহুল ছাড়াও ছিল সনিয়া গান্ধি, মল্লিকার্জুন খাড়্গের ছবি৷ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, নীতীশ কুমার, মল্লিকার্জুন খাড়্গে, হেমান্ত সোরেনও।
আরও পড়ুন: মুম্বইতে আজ INDIA জোটের বৈঠক! প্রকাশ হতে পারে লোগো, পতাকা
advertisement
কিন্তু, কিছুক্ষণ পরেই সেই ‘বিতর্কিত’ পোস্টার তুলে নেওয়া হয় কংগ্রেসের ট্যুইটার হ্যান্ডেল থেকে। পরিবর্তে পোস্ট করা হয় নতুন আরেকটি পোস্টার। যেখানে বাদ পড়েন রাহুল গান্ধি। শুধু তাই নয়, বাদ পড়েছেন সনিয়া গান্ধি, মল্লিকার্জুন খাড়্গেও। পরিবর্তে এসেছেন আম আদমি পার্টির মুখ্য আহ্বায়কের মুখ।
নতুন পোস্টারে শুরুতেই রয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এছাড়া, এম কে স্টালিন, সিদ্দারামাইয়া, পিনারাই বিজয়ন, ভূপেশ বাঘেল, অরবিন্দ কেজরিওয়াল, সুখবিন্দর সিং সুখু, হেমান্ত সোরেন, ভগবন্ত মান৷
আরও পড়ুন: সেপ্টেম্বরের শুরুতেই চূড়ান্ত ভোগান্তি! ডানকুনি-শিয়ালদহ শাখায় একগুচ্ছে ট্রেন বাতিল
পোস্টারের ঘটনা ঘিরে কটাক্ষের সুযোগ ছাড়েনি বিজেপি-ও৷ বিজেপি মুখপাত্র শেহজাদ পুণেওয়ালাকে বলতে শোনা যায়, এই জোটের কোনও ‘মিশন’ নেই৷ এটা শুধু রাহুল গান্ধিকে ‘লঞ্চ ভেহিকল’৷