TRENDING:

'উনিশে কংগ্রেসের প্রধানমন্ত্রী-মুখ নন রাহুল'

Last Updated:

একই সঙ্গে ২০১৯ সালে বিজেপি-কে ক্ষমতাচ্যূত করতে মহাজোট গড়ার চেষ্টা করছে কংগ্রেস৷ ওই মহাজোটের নেতৃত্বেও থাকবে রাহুল গান্ধির দল৷ কিন্ত‌ু কয়েকটি বিরোধী দল ছাড়া মহাজোটের আহ্বানে এখনও খুব একটা সাড়া পায়নি কংগ্রেস৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: লোকসভা ভোটে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে দলের সভাপতি রাহুল গান্ধিকে প্রজেক্ট করছে না কংগ্রেস। News18 Tamil-কে একটি এক্সক্ল‌ুসিভ সাক্ষাত্‍‌কারে জানালেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা কংগ্রেসের প্রবীণ নেতা পি চিদাম্বরম।
advertisement

একই সঙ্গে ২০১৯ সালে বিজেপি-কে ক্ষমতাচ্যূত করতে মহাজোট গড়ার চেষ্টা করছে কংগ্রেস৷ ওই মহাজোটের নেতৃত্বেও থাকবে রাহুল গান্ধির দল৷ কিন্ত‌ু কয়েকটি বিরোধী দল ছাড়া মহাজোটের আহ্বানে এখনও খুব একটা সাড়া পায়নি কংগ্রেস৷

পি চিদাম্বরম (ফাইল ছবি)

advertisement

চিদাম্বরমের কথায়, 'আমরা কখনওই বলিনি, আমরা রাহুল গান্ধিকে প্রধানমন্ত্রী চাই৷ কিছু কংগ্রেস নেতা এই ধরনের আলোচনা করছিলেন, AICC আলোচনা বন্ধ করে দিয়েছে৷ আমরা চাই বিজেপি-কে সরাতে৷ তার বদলে একটি প্রোগ্রেসিভ সরকার আনতে চাই৷ যারা সাধারণ মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না, কর সন্ত্রাস তৈরি করবে না, শিশু ও মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করবে ও কৃষকদের স্বার্থ রক্ষা করবে৷'

advertisement

তা হলে কংগ্রেসের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে? চিদাম্বরমের উত্তর, 'আমরা চাই একটি জোট গড়তে৷ কে প্রধানমন্ত্রী হবেন, ভোটের পরে তা নিয়ে সিদ্ধান্ত নেবে জোটসঙ্গীরা৷' গত ২ দশকে তৃণমূল কংগ্রেস, বিজেডি, বিএসপি, আরজেডি-র মতো আঞ্চলিক দলগুলি যে জাতীয় দলগুলির ভোটে ভাগ বসিয়েছে, তা মেনে নিচ্ছেন তিনি৷ চিদাম্বরমের অভিযোগ, কংগ্রেসের সঙ্গে যাতে হাত না মেলায়, তার জন্য আঞ্চলিক দলগুলিকে হুমকি দিচ্ছে নরেন্দ্র মোদির দল৷

advertisement

তবে জোটসঙ্গীরা চাইলে তিনি যে প্রধানমন্ত্রী হতে ইচ্ছুক, তাও বলেছেন কংগ্রেস প্রেসিডেন্ট৷ রাহুল গান্ধি জানিয়েছেন, প্রথম লক্ষ্য বিজেপি-কে হারানো৷ তারপর যদি জোটসঙ্গীরা চায় তাঁকে প্রধানমন্ত্রী করতে, তা হলে তিনি প্রধানমন্ত্রী হবেন৷

খবরটি ইংরেজিতে পড়তে ক্লি‌ক করুন

আরও ভিডিও: মোদির দুর্নীতি ফাঁস, দাবি রাহুলের

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
'উনিশে কংগ্রেসের প্রধানমন্ত্রী-মুখ নন রাহুল'