TRENDING:

'উনিশে কংগ্রেসের প্রধানমন্ত্রী-মুখ নন রাহুল'

Last Updated:

একই সঙ্গে ২০১৯ সালে বিজেপি-কে ক্ষমতাচ্যূত করতে মহাজোট গড়ার চেষ্টা করছে কংগ্রেস৷ ওই মহাজোটের নেতৃত্বেও থাকবে রাহুল গান্ধির দল৷ কিন্ত‌ু কয়েকটি বিরোধী দল ছাড়া মহাজোটের আহ্বানে এখনও খুব একটা সাড়া পায়নি কংগ্রেস৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: লোকসভা ভোটে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে দলের সভাপতি রাহুল গান্ধিকে প্রজেক্ট করছে না কংগ্রেস। News18 Tamil-কে একটি এক্সক্ল‌ুসিভ সাক্ষাত্‍‌কারে জানালেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা কংগ্রেসের প্রবীণ নেতা পি চিদাম্বরম।
advertisement

একই সঙ্গে ২০১৯ সালে বিজেপি-কে ক্ষমতাচ্যূত করতে মহাজোট গড়ার চেষ্টা করছে কংগ্রেস৷ ওই মহাজোটের নেতৃত্বেও থাকবে রাহুল গান্ধির দল৷ কিন্ত‌ু কয়েকটি বিরোধী দল ছাড়া মহাজোটের আহ্বানে এখনও খুব একটা সাড়া পায়নি কংগ্রেস৷

পি চিদাম্বরম (ফাইল ছবি)

advertisement

চিদাম্বরমের কথায়, 'আমরা কখনওই বলিনি, আমরা রাহুল গান্ধিকে প্রধানমন্ত্রী চাই৷ কিছু কংগ্রেস নেতা এই ধরনের আলোচনা করছিলেন, AICC আলোচনা বন্ধ করে দিয়েছে৷ আমরা চাই বিজেপি-কে সরাতে৷ তার বদলে একটি প্রোগ্রেসিভ সরকার আনতে চাই৷ যারা সাধারণ মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না, কর সন্ত্রাস তৈরি করবে না, শিশু ও মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করবে ও কৃষকদের স্বার্থ রক্ষা করবে৷'

advertisement

তা হলে কংগ্রেসের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে? চিদাম্বরমের উত্তর, 'আমরা চাই একটি জোট গড়তে৷ কে প্রধানমন্ত্রী হবেন, ভোটের পরে তা নিয়ে সিদ্ধান্ত নেবে জোটসঙ্গীরা৷' গত ২ দশকে তৃণমূল কংগ্রেস, বিজেডি, বিএসপি, আরজেডি-র মতো আঞ্চলিক দলগুলি যে জাতীয় দলগুলির ভোটে ভাগ বসিয়েছে, তা মেনে নিচ্ছেন তিনি৷ চিদাম্বরমের অভিযোগ, কংগ্রেসের সঙ্গে যাতে হাত না মেলায়, তার জন্য আঞ্চলিক দলগুলিকে হুমকি দিচ্ছে নরেন্দ্র মোদির দল৷

advertisement

তবে জোটসঙ্গীরা চাইলে তিনি যে প্রধানমন্ত্রী হতে ইচ্ছুক, তাও বলেছেন কংগ্রেস প্রেসিডেন্ট৷ রাহুল গান্ধি জানিয়েছেন, প্রথম লক্ষ্য বিজেপি-কে হারানো৷ তারপর যদি জোটসঙ্গীরা চায় তাঁকে প্রধানমন্ত্রী করতে, তা হলে তিনি প্রধানমন্ত্রী হবেন৷

খবরটি ইংরেজিতে পড়তে ক্লি‌ক করুন

আরও ভিডিও: মোদির দুর্নীতি ফাঁস, দাবি রাহুলের

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
'উনিশে কংগ্রেসের প্রধানমন্ত্রী-মুখ নন রাহুল'