সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দিয়ে রাজস্থান রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছেন গুর্জর আরক্ষণ সংগ্রহ সমিতির নেতা বিজয় সিং বঁইসলা। ভিডিওয় তাঁকে বলতে দেখা গিয়েছে, "রাজস্থানের বর্তমান কংগ্রেস সরকার আমাদের (গুর্জর) কোনও দাবিই পূরণ করছে না। সচিন পায়লটকে যদি মুখ্যমন্ত্রী না করা হয় তাহলে রাজস্থানে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাও সফল হবে না।"
advertisement
বিজয় সিং বঁইসলার দাবি, ২০১৮-এর নির্বাচনের সময় তাঁদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে, গুর্জর সম্প্রদায়ের প্রতিনিধিই রাজস্থানের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন। কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি কংগ্রেস। তাঁর দাবি, তাঁদের সম্প্রদায়ের প্রতিনিধি সচিন পায়লট রাজ্যের মুখ্যমন্ত্রী না হওয়ায় তাঁরাও নানা ভাবে বঞ্চিত হচ্ছেন।
আরও পড়ুন: ৩১ ডিসেম্বর পর্যন্ত বড় নির্দেশ সরকারের, বিরাট স্বস্তিতে রাজ্যের কৃষকরা!
আরও পড়ুন: মিঠুনেই মাত করার পরিকল্পনা বিজেপির, বেছে-বেছে দেওয়া হচ্ছে কর্মসূচি
আগামী ৩ থেকে ৬ ডিসেম্বরের মধ্যে রাজস্থানে পৌঁছতে পারে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার মিছিল। প্রায় ১৫-১৮ দিন ধরে রাজস্থানেই থাকবেন রাহুল। তাই তার আগে জোর প্রস্তুতি চলছে রাজস্থান কংগ্রেসের অন্দরে। খোলা হয়েছে কন্ট্রোল রুম। বছর ঘুরলেই রাজস্থানে বিধানসভা ভোট। তাই এই কর্মসূচিতে কোনও রকম ফাঁক রাখতে চাইছে না কংগ্রেস।
বঁইসলার মন্তব্য সম্পর্কে সচিন পায়লটকে জিজ্ঞাসা করা হলে তিনি সরাসরি তোপ দাগেন পদ্মশিবিরের দিকে। বলেন, "বিজেপি যতই চেষ্টা করুক, রাজস্থানে ভারত জোড়ো যাত্রা সফল হবেই।" গুজরাত কংগ্রেস ঐক্যবদ্ধ ভাবে ভারত জোড়ো যাত্রায় যোগ দেবেন বলেও দাবি করেন সচিন।
রাজস্থানের মোট জনসংখ্যার ৫ থেকে ৬ শতাংশ মানুষ গুর্জর সম্প্রদায়ের। পূর্ব রাজস্থানের অন্তত ৪০টি আসনের ভাগ্য নির্ধারণ করতে পারেন তাঁরা। সূত্রের খবর, এই সমস্ত এলাকার মধ্যে দিয়েই যাওয়ার কথা রাহুলের মিছিলের।