এবার এই লড়াইকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেলেন কংগ্রেস সভাপতি। প্রকাশিত ইশতেহারে বিজেপির বিরুদ্ধে রাফাল সহ একাধিক দুর্নীতি নিয়ে তদন্তের প্রতিশ্রুতি দিলেন তিনি। ইশতেহার অনুযায়ী, ক্ষমতায় এলে রাফাল সহ একাধিক চুক্তিতে দুর্নীতির তদন্ত করবে কংগ্রেস। তবে শুধুমাত্র এখানেই থেমে থাকেনি তারা। ইশতেহারের প্রতিশ্রুতি, কোনও ভেদাভেদ না রেখে, দুর্নীতি-বিরোধী আইন আনবে কংগ্রেস।
advertisement
আর্থিক দুর্নীতিতে অভিযুক্তরা কীভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে পেরেছে, তার তদন্ত করা হবে বলেও প্রস্তাব দিয়েছে কংগ্রেস। সেই সঙ্গে অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে বিচারের আশ্বাস দেওয়া হয়।পাঁচ বছর আগে এই দুর্নীতির অস্ত্রেই ক্ষমতা থেকে কংগ্রেসকে ক্ষমতা থেকে সরায় বিজেপি। গত পাঁচ বছরে চিদম্বরম-সহ কংগ্রেসের একাধিক নেতার বিরুদ্ধে দুর্নীতি মামলা শুরু হয়েছে। আর পাঁচ বছর পর সেই দুর্নীতির অস্ত্র নিয়েই পালটা লড়াইয়ে কংগ্রেস।