শনিবার ভারতে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। দিল্লির আইটিসি মৌর্য হোটেলে রয়েছেন তিনি। সোমবার দুপুরে সেখানেই তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন সনিয়া গান্ধি, রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি। এরপর ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি।
রবিবার রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও আরও ৭১ জন মন্ত্রী শপথ নেন৷ তাঁদের মধ্যে ৩৪ জনই পুরনো মোদি মন্ত্রিসভার সদস্য ছিলেন৷ নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে হাজির ছিলেন শেখ হাসিনা।
advertisement
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবর রহমানের পাশে দাঁড়িয়ে ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি। ভারত–বাংলাদেশ সম্পর্ক এখনও অটুট রয়ে গিয়েছে। আরও একবার সেই সম্পর্কই ঝালাই করেনিলেন হাসিনা।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
June 10, 2024 6:09 PM IST