TRENDING:

ইভিএম এবং ভিভিপ্যাটে কারচুপি রুখতে প্রতিশ্রুতি কংগ্রেসের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: অবশেষে প্রকাশ কংগ্রেসের ইস্তেহার ৷  সেই ইশতেহার মারফতই ভিভিপ্যাট এবং ইভিএমে কারচুপি রোখার প্রতিশ্রুতি দিল কংগ্রেস ৷
advertisement

কংগ্রেসের ইস্তেহারে জানানো হয়েছে, ভোটগণনার সময় বিশেষ সতর্কতা নেওয়া হবে ৷ ইস্তেহারে একটি ন্যাশনাল ইলেকশন ফান্ড তৈরিরও প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস ৷ যে ফান্ডটিতে যেকোনও ব্যক্তি বিনিয়োগ করতে পারবেন ৷ নির্বাচন চলাকালীনই এই ফান্ডটি বরাদ্দ করা হবে ৷ নির্দিষ্ট আইন অনুযায়ী, নির্বাচনের সময় দেশের স্বীকৃত রাজনৈতিক দলগুলির জন্য তহবিল বরাদ্দ করা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এছাড়াও ভিভিপ্যাট এবং ইভিএমে কারচুপি রুখতেও নজর রাখা হবে ৷ ভোটগণনার সময় কমপক্ষে ৫০ শতাংশ ইভিএমের ডিজিটালি ভোট রেকর্ডের সঙ্গে ভিভিপ্যাটের ম্যানুয়াল স্লিপ মিলিয়ে দেখা হবে ৷ ভোটগণনার সময় বারবারই কারচুপির অভিযোগ ওঠে ৷ এছাড়াও ভোটের ফল যাতে কোনওভাবে প্রভাবিত না হয় ৷ সেই কারণেই ইশতেহারে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ইভিএম এবং ভিভিপ্যাটে কারচুপি রুখতে প্রতিশ্রুতি কংগ্রেসের