কংগ্রেসের ইস্তেহারে জানানো হয়েছে, ভোটগণনার সময় বিশেষ সতর্কতা নেওয়া হবে ৷ ইস্তেহারে একটি ন্যাশনাল ইলেকশন ফান্ড তৈরিরও প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস ৷ যে ফান্ডটিতে যেকোনও ব্যক্তি বিনিয়োগ করতে পারবেন ৷ নির্বাচন চলাকালীনই এই ফান্ডটি বরাদ্দ করা হবে ৷ নির্দিষ্ট আইন অনুযায়ী, নির্বাচনের সময় দেশের স্বীকৃত রাজনৈতিক দলগুলির জন্য তহবিল বরাদ্দ করা হবে।
advertisement
এছাড়াও ভিভিপ্যাট এবং ইভিএমে কারচুপি রুখতেও নজর রাখা হবে ৷ ভোটগণনার সময় কমপক্ষে ৫০ শতাংশ ইভিএমের ডিজিটালি ভোট রেকর্ডের সঙ্গে ভিভিপ্যাটের ম্যানুয়াল স্লিপ মিলিয়ে দেখা হবে ৷ ভোটগণনার সময় বারবারই কারচুপির অভিযোগ ওঠে ৷ এছাড়াও ভোটের ফল যাতে কোনওভাবে প্রভাবিত না হয় ৷ সেই কারণেই ইশতেহারে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 02, 2019 1:44 PM IST