TRENDING:

MGNREGA প্রকল্পে মিলবে ১৫০ দিন কাজ, ইস্তেহারে প্রতিশ্রুতি কংগ্রেসের

Last Updated:

ক্ষমতায় এলে আনা হবে MGNREGA 3.0

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #নয়াদিল্লি: ক্ষমতায় এলে আনা হবে MGNREGA 3.0 ৷ ১০০ দিনের বদলে এবার মিলবে ১৫০ দিনের কাজ ৷ এমনই একাধিক প্রতিশ্রুতিসহ দিল্লিতে এদিন আনুষ্ঠানিকভাবে ২০১৯ লোকসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস ৷
advertisement

দেশবাসীদের সিংহভাগের উপার্জনের উৎস এই MGNREGA প্রকল্প ৷ দেশের গরিবি হঠানোর প্রথম ধাপ হিসেবে কংগ্রেসের প্রতিশ্রুতি সরকারে এলে এবার নূন্যতম ১০০ দিনের বদলে মিলবে নিশ্চিত ১৫০ দিনের কাজ ৷ একইসঙ্গে MGNREGA প্রকল্পের মজুরদের কাজে লাগিয়ে ভারতের যেসব জায়গায় জলকষ্ট রয়েছে সেসব স্থানে জলাধারগুলি পুনর্নির্মাণ করা হবে ৷ MGNREGA ফান্ডকে ব্যবহার করে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, ক্লাসরুম, গ্রন্থাগার তৈরিরও প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস ৷

advertisement

কর্মসংস্থান, কৃষি, মহিলা ও জাতীয় সুরক্ষার উপর ইস্তেহারে বিশেষভাবে জোর দিয়েছে কংগ্রেস ৷ হাত শিবিরের দাবি, গত পাঁচ বছরে কর্মসংস্থানে সবচেয়ে পিছিয়ে পড়েছে দেশ ৷ অন্যদিকে, দরিদ্র থেকে দরিদ্রতর হয়েছে দেশের কৃষকেরা ৷ মোদির জমানায় কয়েক যোজন পিছিয়ে পড়া দেশকে ফের উন্নয়নের রাস্তায় ফিরিয়ে আনাই হবে সরকারের এসে কংগ্রেসের প্রথম প্রচেষ্টা ৷ সেই কর্মসূচির ব্লু-প্রিন্ট হল কংগ্রেসের এই ইস্তেহার ৷ যাকে হাত শিবির বর্ণনা করেছে ‘ওয়েল অ্যান্ড ওয়েলফেয়ার’ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মিনি ফুটবল টুর্নামেন্টে বড়সড় পুরস্কার! চার চাকা গাড়ি, বুলেট বাইক কী নেই..!
আরও দেখুন

উল্লেখ্য, গত ২৭ মার্চ লোকসভা নির্বাচনী ইস্তেহারে MGNREGA প্রকল্পের নিশ্চিত ১০০ দিনের কাজ বাড়িয়ে ২০০ দিন করে দেওয়ার কথা ঘোষণা করে বড় চমক দিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷

বাংলা খবর/ খবর/দেশ/
MGNREGA প্রকল্পে মিলবে ১৫০ দিন কাজ, ইস্তেহারে প্রতিশ্রুতি কংগ্রেসের