লোকসভা ভোটের প্রথমদফা শুরু হতে ন’দিন বাকি। যুদ্ধের গুরুত্বপূর্ণ সময়েই মোক্ষম অস্ত্র প্রয়োগ করল কংগ্রেস। মঙ্গলবার, ইস্তেহার প্রকাশ করেছে হাত শিবির। রাহুলের টার্গেট মোদি সরকারের ব্যর্থতাই।
দারিদ্র্য, কৃষি সমস্যা, কর্মসংস্থান-সহ একাধিক বিষয় নিয়ে দেশ জুড়ে ক্ষোভের অন্ত নেই। ২০১৯-এর ভোটে তাই কংগ্রেসের হাতিয়ার। একইসঙ্গে ইস্তেহারে শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রেও বিশেষ জোর দিয়েছে কংগ্রেস ৷ শিক্ষায় বরাদ্দবৃদ্ধির পাশাপাশি জনস্বাস্থ্য উন্নয়নের কাজেও ব্যবহার হবে জিডিপি-র ৬ শতাংশ ৷
advertisement
মোদির জমানায় কয়েক যোজন পিছিয়ে পড়া দেশকে ফের উন্নয়নের রাস্তায় ফিরিয়ে আনাই হবে সরকারের এসে কংগ্রেসের প্রথম প্রচেষ্টা ৷ সেই কর্মসূচির ব্লু-প্রিন্ট হল কংগ্রেসের এই ইস্তেহার ৷ ২০১৪-য় মোদির স্লোগান ছিল অচ্ছে দিন। পাঁচ বছর বাদে, রাহুলের স্লোগান ‘ওয়েল অ্যান্ড ওয়েলফেয়ার’ স্লোগান। রাজনৈতিক সমালোচকদের মতে, বিজেপিকে কড়া পরীক্ষায় ফেলে দিল কংগ্রেসের ‘হাম নিভায়েঙ্গে’ ইস্তেহার।