TRENDING:

'শিখদের সম্মান করেনি কংগ্রেস, ওদের ভুলেই কর্তারপুর পাকিস্তানে'

Last Updated:

এ দিন রাজস্থানে মোদি বলেন, ১৯৪৭ সালে তত্‍‌কালীন কংগ্রেসের কম বোধবুদ্ধির জন্যই কর্তারপুর পাকিস্তানের অধীনে চলে যায়৷ কংগ্রেস গুরু নানক ও শিখদের সম্মান দেয় না৷ না-হলে আজ ভারতেই থাকত৷ মোদির কথায়, 'কর্তারপুর করিডোর নির্মাণের কৃতিত্ব আপনাদের ভোট৷ কংগ্রেসের ভুল দায়িত্ব নিয়ে ঠিক করে দেওয়া ছিল আমার ভাগ্য৷'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জয়পুর: দিন তিনেক পরেই রাজস্থানে ভোট৷ রাজস্থানে ফের পদ্ম ফোটা নিয়ে জনমত সমীক্ষাগুলিকে সংশয় থাকলেও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে শেষ চেষ্টায় মরিয়া বিজেপি৷ শেষ মুহূর্তের প্রচারে মঙ্গলবার কংগ্রেসকে নিশানা করতে কর্তারপুর করিডোরকেই হাতিয়ার করলেন নরেন্দ্র দামোদর দাস মোদি৷ প্রধানমন্ত্রীর প্রশ্ন, ৭০ বছরেও কেন কর্তারপুর করিডোর হয়নি? কংগ্রেসকে তার জবাব দিতে হবে৷
advertisement

আরও পড়ুন: Kartarpur Corridor: আবার ওয়াঘার ওপারে সিধু, বসলেন 'বন্ধ‌ু' ইমরানের কাছেই

পাকিস্তানের কর্তারপুর সাহিব রবি নদীর ধারে অবস্থিত৷ ভারতের গুরুদাসপুরের ডেরা বাবা নানক থেকে ৪ কিলোমিটার৷ ১৫২২ সালে শিখ গুরু এটি স্থাপন করেন৷ এটাই প্রথম গুরুদ্বার৷ শিখ গুরু নানক জীবনের শেষ বছরগুলি কাটিয়েছিলেন কর্তারপুরেই৷ কর্তারপুর করিডোর ৬ মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে৷ আগামী বছর গুরু নানকের ৫৫০ তম জন্মবার্ষিকীর আগেই চালু হয়ে যাবে করিডোর৷ কর্তারপুর করিডোরের মাধ্যমে ভারতের শিখ সম্প্রদায়ের মানুষ পঞ্জাবের গুরুদাসপুর থেকে কর্তারপুরের গুরুদ্বার দরবার সাহিব পর্যন্ত ভিসা-ফ্রি যাতায়াত করতে পারবেন৷

advertisement

প্রতি বছর ভারত থেকে হাজার হাজার শিখ সম্প্রদায়ের মানুষ পাকিস্তানের কর্তারপুরে যান গুরু নানকের জন্মদিনে৷ বাকি সময় ভারত থেকে দূরবীন দিয়ে দেখতে হত কর্তারপুরের গুরুদ্বার৷

এ দিন রাজস্থানে মোদি বলেন, ১৯৪৭ সালে তত্‍‌কালীন কংগ্রেসের কম বোধবুদ্ধির জন্যই কর্তারপুর পাকিস্তানের অধীনে চলে যায়৷ কংগ্রেস গুরু নানক ও শিখদের সম্মান দেয় না৷ না-হলে আজ ভারতেই থাকত৷ মোদির কথায়, 'কর্তারপুর করিডোর নির্মাণের কৃতিত্ব আপনাদের ভোট৷ কংগ্রেসের ভুল দায়িত্ব নিয়ে ঠিক করে দেওয়া ছিল আমার ভাগ্য৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

কয়েক দিন আগেই দুর্নীতি নিয়ে নরেন্দ্র মোদি সরকারকে খোঁচা দেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি৷ সেই প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, 'গত ৫ বছরে কোনও দুর্নীতি খবরে এসেছে, শুনেছেন?' এরপরই রাহুলকে কটাক্ষ করে বলেন, 'নামদার কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কার পার্থক্য বোঝেন না৷ আপনি যদি নামদারকে বলেন, কৃষকরা কাঁচা লঙ্কার চেয়ে লাল মিরচিতে বেশি দাম পাচ্ছেন৷ উনি বলবেন, কৃষকদের উচিত লাল মিরচি বেশি চাষ করা৷'

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
'শিখদের সম্মান করেনি কংগ্রেস, ওদের ভুলেই কর্তারপুর পাকিস্তানে'