TRENDING:

'ভারত জোড়ো যাত্রা'য় নিজের পিঠে চাবুক মেরে জনসংযোগ রাহুলের, দেখুন ভিডিও

Last Updated:

সনিয়াপুত্রের পরিকল্পনা, ১২ রাজ্যের মধ্যে দিয়ে ৩৫৭০ কিমি পাড়ি দেবেন৷ তাঁর কাছে এই যাত্রা আসলে বিজেপি-র ‘বিভেদ রাজনীতির’ বিরুদ্ধে ভারতকে সঙ্ঘবদ্ধ করার প্রয়াস৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#তেলেঙ্গনা: জনসাধারণের সঙ্গে সংযোগ স্থাপনের নতুন নতুন পন্থা রাহুল গান্ধির। তেলেঙ্গনায় 'ভারত জোড়ো যাত্রা'য় কংগ্রেস নেতার আবারও নতুন রূপ। এর আগে তাঁকে খুদেদের সঙ্গে ক্রিকেট খেলতে দেখা গিয়েছিল। এবার তেলেঙ্গনার বোনালু উৎসবে যোগ দিলেন তিনি। উৎসবের বিশেষ রীতি 'পোথারাজুলু' মেনে নিজের পিঠে চাবুক মারতে দেখা গেল রাহুলকে।
advertisement

বুডাগা জঙ্গালু জনগোষ্ঠীর মানুষ এই রীতিতে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে নিজের পিঠে চাবুক মেরে রোজগার করেন। সেই জনগোষ্ঠীর পায়ে পা মেলালেন কংগ্রেস সাংসদ। যাত্রায় উপস্থিত মানুষের ভিড় থেকে উল্লাসধ্বনি শোনা গেল সেই ভিডিও।

গত ৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে 'ভারত জোড়ো যাত্রা' শুরু করেছিলেন রাহুল৷ তামিলনাড়ু, কেরল, কর্নাটক এবং অন্ধ্র প্রদেশের বিস্তীর্ণ পথে পদযাত্রা করার পর এই মুহূর্তে তেলেঙ্গনায় রয়েছেন তিনি৷

advertisement

সনিয়াপুত্রের পরিকল্পনা, ১২ রাজ্যের মধ্যে দিয়ে ৩৫৭০ কিমি পাড়ি দেবেন৷ তাঁর কাছে এই যাত্রা আসলে বিজেপি-র ‘বিভেদ রাজনীতির’ বিরুদ্ধে ভারতকে সঙ্ঘবদ্ধ করার প্রয়াস৷ দাক্ষিণাত্যের তিন রাজ্য পায়ে হেঁটে সফরের পর উত্তর ভারত অভিমুখে যাত্রা করবেন রাহুল৷

আরও পড়ুন: রাজপথে হাঁটু মুড়ে বসে মা সনিয়ার জুতোর ফিতে বেঁধে দিলেন রাহুল গান্ধি, নিমেষে ভাইরাল ভিডিও

advertisement

আরও পড়ুন: রাহুলের মিছিলে পা মেলালেন পূজা ভাট, ভারত জোড়ো যাত্রায় বিরাট চমক

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই বিশেষ যাত্রায় গান্ধির সঙ্গে পা মিলিয়েছেন অভিনেত্রী- পরিচালক পূজা ভাট৷ হায়দরাবাদে কংগ্রেস নেতার পাশে হাঁটতে দেখা যায় বলিউড তারকাকে৷ তা ছাড়া অভিনেত্রী পুনম কউরকেও দেখা গিয়েছে এই যাত্রায়।

বাংলা খবর/ খবর/দেশ/
'ভারত জোড়ো যাত্রা'য় নিজের পিঠে চাবুক মেরে জনসংযোগ রাহুলের, দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল