TRENDING:

রাজভবনের সামনে ধর্নায় বসার হুঁশিয়ারি দিলেন কংগ্রেস-জেডিএস বিধায়করা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু: আগামিকাল বেঙ্গালুরুতে রাজভবনের বাইরে ধর্নায় বসার হুঁশিয়ারি দিলেন কংগ্রেস এবং জেডি(এস)-র বিধায়করা ৷ রাজ্যপাল বাজুভাই ভালার সঙ্গে সাক্ষাৎ করার আবেদন জানিয়েছেন বিধায়করা ৷ কিন্তু সেই আবেদনেই সাড়া দেননি রাজ্যপাল ৷ এদিকে, আগামিকালই ইয়েদুরাপ্পাকে কর্ণাটকে সরকার গঠনের জন্য ডাকতে পারেন রাজ্যপাল ৷ এতেই দেখা দিয়েছে বিপত্তি ৷ যদি কংগ্রেস-জেডি(এস)-র বিধায়কদের সঙ্গে আগামিকালও সাক্ষাৎ না করেন রাজ্যপাল ৷ তাহলেই রাজভবনের বাইরে ধর্নায় বসবেন বিধায়কেরা ৷
advertisement

কর্ণাটকে সরকার গঠনের ক্ষেত্রে কে এগিয়ে ? সেই বিষয়টি নিয়ে বিতর্ক চলছেই ৷ কংগ্রেস-জেডিএস নাকি বিজেপি ? উভয় সরকারই কর্ণাটকে সরকার গঠনের ক্ষেত্রে তৎপর ৷ এক্ষেত্রে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে উঠে এসেছে কুমারস্বামী এবং ইয়েদুরাপ্পার নাম ৷ কিন্তু এক্ষেত্রে বেশ কিছুটা এগিয়ে রয়েছেন ইয়েদুরাপ্পা ৷ সূত্রের খবর, ইয়েদুরাপ্পাকেই সরকার গঠনের জন্য আগামিকাল ডাকতে পারে রাজ্যপাল বাজুভাই ভালা ৷ আর শুক্রবার মুখ্যমন্ত্রী হওয়ার শপথ গ্রহণ করতে পারেন ইয়েদুরাপ্পা ৷ আর এতেই বিতর্ক চরমে ওঠে ৷

advertisement

কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ বলেন, ‘বুধবার সকালে ১২টা নাগাদ রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করার আবেদন জানিয়েছি ৷ কিন্তু সারাদিন কেটে গেলেও রাজ্যপালের তরফে কোনও প্রত্যুত্তর আসেনি ৷’ একইসঙ্গে তিনি আরও জানিয়েছেন, ‘ রাজ্যপাল সংবিধান বিরোধী কোনও সিদ্ধান্ত নিতে পারেন না ৷ এক্ষেত্রেও আশা করি রাজনীতির আঙিনা থেকে বেরিয়ে এসেই সঠিক সিদ্ধান্ত নেবেন তিনি ৷ আর তা যদি না হয় তাহলে আমরা রাজভবনের সামনে ধর্নায় বসব ৷’

advertisement

গতকালই কর্ণাটকের বিধানসভা নির্বাচনের গণনা হয়েছে ৷ যেখানে ১০৪টি আসনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ের আসনে বসেছে বিজেপি ৷ কিন্তু এক্ষেত্রে ম্যাজিক ফিগারে পৌঁছতে ব্যর্থ হয়েছে বিজেপি আটটি আসনের জন্য ৷ অপরদিকে, কংগ্রেসের ঝুলিতে এসেছে ৭৮ টি আসন এবং জেডি(এস)-র প্রাপ্তি ৩৭ টি আসন ৷ সংখ্যাগরিষ্ঠতা পেলেও ম্যাজিক ফিগারে না পৌঁছানোর জন্য সরকার গঠনের ক্ষেত্রে তৎপর রয়েছে জেডি(এস)-ও ৷ তবে, এই সমস্ত বিষয়টিই নির্ভর করছে রাজ্যপালের উপর ৷ সেই আর্জি জানাতেই কংগ্রেস-জেডিএস সমর্থকেরা রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে শেষ চেষ্টা করবেন বলে মত রাজনৈতিক মহলের ৷

advertisement

এদিকে, বিজেপিকে কর্ণাটকে সরকার গড়তে দিতে নারাজ কংগ্রেস ৷ আর সেই কারণেই সর্বক্ষণ জেডি(এস)-কে বিজেপির ‘বি-টিম’ বলা স্বত্ত্বেও তাদের সঙ্গেই হাত মিলিয়েছে কংগ্রেস ৷ তাই বিজেপিকে রুখতে মরিয়া কংগ্রেস-জেডি(এস) ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই সমস্ত রাজনৈতিক ডামাডোলের মাঝেই আবার ১০০ কোটি টাকার টোপ দিয়ে বিধায়ক কেনার চেষ্টা করছে বিজেপি ৷ কুমারস্বামীর এমন একটা অভিযোগেও সরগরম হয়ে ওঠে কর্ণাটক রাজনীতি ৷ এইচ ডি কুমারস্বামী এদিন সাংবাদিকদের বলেন, ‘বিধায়ক কেনার চেষ্টা করছে বিজেপি ৷ বিধায়ক ভাঙাতে ১০০ কোটি টাকার টোপ দিচ্ছে ৷ মন্ত্রিত্ব দেওয়ার লোভ দেখাচ্ছে ৷’ যদিও জেডিএস-র এই অভিযোগকে অস্বীকার করেছে বিজেপি ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
রাজভবনের সামনে ধর্নায় বসার হুঁশিয়ারি দিলেন কংগ্রেস-জেডিএস বিধায়করা