TRENDING:

Ashok Gehlot: গেহলটের উপরে ক্ষুব্ধ হাইকম্যান্ড, সভাপতি পদে অন্য কেউ? ফের ভেসে উঠল রাহুলের নাম

Last Updated:

সভাপতি হয়ে নানা সমস্যায় জর্জরিত কংগ্রেসকে ঐক্যবদ্ধ করাই ছিল গেহলটের প্রথম দায়িত্ব৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: কংগ্রেস নেতৃত্বের আশা ছিল, অশোক গেহলটকে দলের সভাপতি করে এক ঢিলে দুই পাখি মারা যাবে৷ কারণ গেহলট সভাপতি হলে সচিন পাইলটকে রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে বসিয়ে দীর্ঘদিনের টানাপোড়েনের অবসান চেয়েছিলেন দলের নেতারা৷
অশোক গেহলেটর উপরে ক্ষুব্ধ কংগ্রেস হাইকম্যান্ড৷
অশোক গেহলেটর উপরে ক্ষুব্ধ কংগ্রেস হাইকম্যান্ড৷
advertisement

যদিও গেহলটের মুখ্যমন্ত্রী পদ আঁকড়ে থাকার উচ্চাকাঙ্খা আর পাইলটকে কোণঠাসা করার কৌশল কংগ্রেস নেতৃত্বের পরিকল্পনা ভেস্তে গিয়েছে৷ সচিন পাইলটকে মুখ্যমন্ত্রী পদে বসানোর বিরোধিতা করে ইস্তফা দিয়েছেন গেহলটের অনুগামী ৮০ জনের বিধায়ক৷ যে বিদ্রোহের পিছনে আসলে গেহলটই কলকাঠি নেড়েছেন বলে মনে করছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব৷

দলের দুই পর্যবেক্ষক অজয় মাকেন এবং মল্লিকার্জুন খার্গের থেকে প্রাথমিক ভাবে যে রিপোর্ট হাইকম্যান্ড পেয়েছে, তাতে রাজস্থানের মুখ্যমন্ত্রী গেহলটের উপরে যারপরনাই ক্ষুব্ধ গান্ধি পরিবার সহ অন্যান্য নেতারা৷ পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে, তাতে গেহলটের কংগ্রেস সভাপতি হওয়ার স্বপ্নেও কার্যত জল পড়ে গিয়েছে মনে করা হচ্ছে৷

advertisement

আরও পড়ুন: শশী থারুরের পক্ষে বিজেপি-সহ পাঁচ দল! গণস্বাক্ষর করে চিঠি পৌঁছল স্পিকারের কাছে

কারণ সভাপতি হয়ে নানা সমস্যায় জর্জরিত কংগ্রেসকে ঐক্যবদ্ধ করাই ছিল গেহলটের প্রথম দায়িত্ব৷ সেখানে তাঁর নেতৃত্বেই রাজস্থানে দলের নেতাদের বিদ্রোহকে একেবারেই ভাল ভাবে নিচ্ছেন না কংগ্রেস শীর্ষ নেতৃত্ব৷ হবু সভাপতির দায়িত্ব নিয়ে বলতে গিয়ে দিন কয়েক আগে কোচিতে রাহুল গান্ধিও বলেছিলেন, কংগ্রেসকে ঐক্যবদ্ধ করাই নতুন সভাপতির গুরুত্বপূ্র্ণ দায়িত্ব হতে চলেছে৷

advertisement

গেহলট শিবিরের পাল্টা দাবি, তিনি যে দলের সভাপতি পদে মনোনয়ন দেবেন, সেই বিষয়ে দলের বিধায়কদের সম্মতিই নেওয়া হয়নি৷ এই টানাপোড়েনের মধ্যে সভাপতি পদে গেহলট আদৌ কতটা যোগ্য, কংগ্রেস শীর্ষ নেতৃত্ব সামনে সেই প্রশ্নও উঠে এসেছে৷

আরও পড়ুন: প্রাপ্তি শূন্য, গোয়ার ভোটে খরচের নিরিখে সবার আগে তৃণমূল! ধারে কাছে নেই অন্য কোনও দল

advertisement

এই অবস্থায় কংগ্রেস নেতৃত্ব এখন চাইছে, কমল নাথ, ভূপিন্দর সিং হুডা, সচিন পাইলট, দিগ্বিজয় সিং-এর মতো নেতারাও সভাপতি পদে মনোনয়ন জমা দিন৷ এ প্রসঙ্গে বলে রাখা ভাল, গেহলট সভাপতি পদে বসুন, কংগ্রেসের একাংশই তা চাইছিলেন না৷ তারাই এখন আবার সক্রিয় হয়ে উঠেছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
নববর্ষের আগে রেলের 'উপহার'! কয়েক কোটি খরচে তমলুকে তৈরি হচ্ছে রেলওয়ে আন্ডারপাস
আরও দেখুন

আবার গান্ধি পরিবারের আস্থাভাজনদের দাবি, এই ঘটনাই প্রমাণ করে দিয়েছে দলের শীর্ষ পদে গান্ধি পরিবারের কেউ না বসলে দলের পরিণতিও এমনই হবে৷ এই পরিস্থিতিতে ফের রাহুল গান্ধির নাম সভাপতির পদে ভেসে উঠেছে৷ কারণ রাহুলকে নিয়ে দলের মধ্যে বিরোধিতার কোনও সম্ভাবনা নেই৷ এই পরিস্থিতিতে আজই জয়পুরে অশোক গেহলট এবং সচিন পাইলটকে নিয়ে আলোচনায় বসবেন সনিয়া গান্ধির দুই দূত অজয় মাকেন এবং মল্লিকার্জুন খার্গে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Ashok Gehlot: গেহলটের উপরে ক্ষুব্ধ হাইকম্যান্ড, সভাপতি পদে অন্য কেউ? ফের ভেসে উঠল রাহুলের নাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল