TRENDING:

‘রামমন্দির নির্মাণ ইচ্ছেকৃতভাবে আটকে রেখেছে কংগ্রেস’

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি:পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে ভরাডুবি বিজেপির ৷ কংগ্রেসের সামনে একেবারে মুখ থুবড়ে পড়েছে বিজেপি ৷ এহেন পরিস্থিতিতে কংগ্রেসকে প্রতিটি বিষয়েই কাঠগড়ায় তুলতে উঠেপড়ে লেগেছে বিজেপি ৷ সম্প্রতি রাম মন্দির তৈরি নিয়েও কংগ্রেসকে কাঠগড়ায় তুললেন জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধব ৷ তিনি বলেন, ‘রামমন্দির নির্মাণের প্রস্তুতি থমকে রয়েছে কংগ্রেসের জন্যই ৷’
advertisement

রামমন্দির ইস্যু নিয়ে রাম মাধব বলেন, ‘রামমন্দির একটি গুরুত্বপূর্ণ ইস্যু ৷ কিন্তু রামমন্দির নির্মাণে কংগ্রেস ইচ্ছেকৃতভাবে বাধার সৃষ্টি করছে ৷ যার জেরে নির্বাচনের আগে রামমন্দির ইস্যু নিয়ে চাপের মুখে রয়েছে বিজেপি ৷ আর এর মূলে রয়েছে কংগ্রেসই ৷ রামমন্দির নির্মাণ নিয়ে রাজনীতি করছে কংগ্রেস এবং সাধারণ মানুষের পাশাপাশি বিজেপির উপর চাপ বাড়াচ্ছে হাত শিবির ৷’

advertisement

প্রসঙ্গত, রামমন্দির দেশের মানুষের কাছে আত্মসম্মান এবং গর্বের সমান ৷ এই রামমন্দির ইস্যু নিয়ে বিতর্ক নতুন নয় ৷ ১৯৮৯ সালে রাজীব গান্ধির সময়কাল থেকেই রামমন্দির নিয়ে রাজনীতি শুরু করেছে কংগ্রেস ৷ এমনটাই দাবি রাম মাধবের ৷

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

একইসঙ্গে রাম মাধব বলেন, ‘সাড়ে চার বছর ধরে কষ্ট করার পর মাত্র ২টি রাজ্যে জয়ের মুখ দেখেছে কংগ্রেস ৷ মধ্যপ্রদেশে তো কোনওমতে হারতে হারতে জয়ের শিরোপা পেয়েছে কংগ্রেস ৷ কিন্তু বাকি দু’টি রাজ্যে তো গোহারা হেরেছেন রাহুল গান্ধি ৷’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
‘রামমন্দির নির্মাণ ইচ্ছেকৃতভাবে আটকে রেখেছে কংগ্রেস’