রামমন্দির ইস্যু নিয়ে রাম মাধব বলেন, ‘রামমন্দির একটি গুরুত্বপূর্ণ ইস্যু ৷ কিন্তু রামমন্দির নির্মাণে কংগ্রেস ইচ্ছেকৃতভাবে বাধার সৃষ্টি করছে ৷ যার জেরে নির্বাচনের আগে রামমন্দির ইস্যু নিয়ে চাপের মুখে রয়েছে বিজেপি ৷ আর এর মূলে রয়েছে কংগ্রেসই ৷ রামমন্দির নির্মাণ নিয়ে রাজনীতি করছে কংগ্রেস এবং সাধারণ মানুষের পাশাপাশি বিজেপির উপর চাপ বাড়াচ্ছে হাত শিবির ৷’
advertisement
প্রসঙ্গত, রামমন্দির দেশের মানুষের কাছে আত্মসম্মান এবং গর্বের সমান ৷ এই রামমন্দির ইস্যু নিয়ে বিতর্ক নতুন নয় ৷ ১৯৮৯ সালে রাজীব গান্ধির সময়কাল থেকেই রামমন্দির নিয়ে রাজনীতি শুরু করেছে কংগ্রেস ৷ এমনটাই দাবি রাম মাধবের ৷
একইসঙ্গে রাম মাধব বলেন, ‘সাড়ে চার বছর ধরে কষ্ট করার পর মাত্র ২টি রাজ্যে জয়ের মুখ দেখেছে কংগ্রেস ৷ মধ্যপ্রদেশে তো কোনওমতে হারতে হারতে জয়ের শিরোপা পেয়েছে কংগ্রেস ৷ কিন্তু বাকি দু’টি রাজ্যে তো গোহারা হেরেছেন রাহুল গান্ধি ৷’