TRENDING:

‘রামমন্দির নির্মাণ ইচ্ছেকৃতভাবে আটকে রেখেছে কংগ্রেস’

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি:পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে ভরাডুবি বিজেপির ৷ কংগ্রেসের সামনে একেবারে মুখ থুবড়ে পড়েছে বিজেপি ৷ এহেন পরিস্থিতিতে কংগ্রেসকে প্রতিটি বিষয়েই কাঠগড়ায় তুলতে উঠেপড়ে লেগেছে বিজেপি ৷ সম্প্রতি রাম মন্দির তৈরি নিয়েও কংগ্রেসকে কাঠগড়ায় তুললেন জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধব ৷ তিনি বলেন, ‘রামমন্দির নির্মাণের প্রস্তুতি থমকে রয়েছে কংগ্রেসের জন্যই ৷’
advertisement

রামমন্দির ইস্যু নিয়ে রাম মাধব বলেন, ‘রামমন্দির একটি গুরুত্বপূর্ণ ইস্যু ৷ কিন্তু রামমন্দির নির্মাণে কংগ্রেস ইচ্ছেকৃতভাবে বাধার সৃষ্টি করছে ৷ যার জেরে নির্বাচনের আগে রামমন্দির ইস্যু নিয়ে চাপের মুখে রয়েছে বিজেপি ৷ আর এর মূলে রয়েছে কংগ্রেসই ৷ রামমন্দির নির্মাণ নিয়ে রাজনীতি করছে কংগ্রেস এবং সাধারণ মানুষের পাশাপাশি বিজেপির উপর চাপ বাড়াচ্ছে হাত শিবির ৷’

advertisement

প্রসঙ্গত, রামমন্দির দেশের মানুষের কাছে আত্মসম্মান এবং গর্বের সমান ৷ এই রামমন্দির ইস্যু নিয়ে বিতর্ক নতুন নয় ৷ ১৯৮৯ সালে রাজীব গান্ধির সময়কাল থেকেই রামমন্দির নিয়ে রাজনীতি শুরু করেছে কংগ্রেস ৷ এমনটাই দাবি রাম মাধবের ৷

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

একইসঙ্গে রাম মাধব বলেন, ‘সাড়ে চার বছর ধরে কষ্ট করার পর মাত্র ২টি রাজ্যে জয়ের মুখ দেখেছে কংগ্রেস ৷ মধ্যপ্রদেশে তো কোনওমতে হারতে হারতে জয়ের শিরোপা পেয়েছে কংগ্রেস ৷ কিন্তু বাকি দু’টি রাজ্যে তো গোহারা হেরেছেন রাহুল গান্ধি ৷’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
‘রামমন্দির নির্মাণ ইচ্ছেকৃতভাবে আটকে রেখেছে কংগ্রেস’