TRENDING:

Priyanka Gandhi: লোকসভায় এবার একসঙ্গে রাহুল-প্রিয়াঙ্কা? দাদার ছেড়ে ওয়ানাডে প্রার্থী এবার বোন

Last Updated:

সংসদে এবার বিরোধী দলনেতা রাহুল গান্ধির সঙ্গেই দেখা যেতে পারে প্রিয়াঙ্কা গান্ধিকেও৷ ওয়ানাড লোকসভা কেন্দ্রে উপনির্বাচনে কংগ্রেস প্রত্যাশিত ভাবেই প্রিয়াঙ্কা গান্ধির নাম প্রার্থী হিসেবে ঘোষণা করার পরই সেই সম্ভাবনা আরও জোরাল হল৷ 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: সংসদে এবার বিরোধী দলনেতা রাহুল গান্ধির সঙ্গেই দেখা যেতে পারে প্রিয়াঙ্কা গান্ধিকেও৷ ওয়ানাড লোকসভা কেন্দ্রে উপনির্বাচনে কংগ্রেস প্রত্যাশিত ভাবেই প্রিয়াঙ্কা গান্ধির নাম প্রার্থী হিসেবে ঘোষণা করার পরই সেই সম্ভাবনা আরও জোরাল হল৷
রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি৷
রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি৷
advertisement

এ দিনই নির্বাচন কমিশন ঘোষণা করেছে, ওয়ানাড লোকসভা কেন্দ্রে আগামী ১৩ নভেম্বর উপনির্বাচন হবে৷ গত লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের রায়বরেলির পাশাপাশি ওয়ানাড কেন্দ্র থেকেও জয়ী হয়েছিলেন রাহুল গান্ধি৷ কিন্তু ওয়ানাড কেন্দ্রের সাংসদ পদ থেকে ইস্তফা দেন রাহুল৷ তার পর থেকেই প্রিয়াঙ্কার এই কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা জোরাল হচ্ছিল৷ এ দিন কংগ্রেসের ঘোষণায় সেই সম্ভাবনাতেই সিলমোহর পড়ল৷

advertisement

আরও পড়ুন: ন্যানো কারখানার জন্য কেন সিঙ্গুরকে বেছেছিলেন রতন টাটা? ফাঁস করলেন ঘনিষ্ঠ কর্ত্রী

উপনির্বাচনে ওয়ানাড কেন্দ্র থেকে রাহুল গান্ধির তুলনায় প্রিয়াঙ্কার লড়াইও কিছুটা সহজ হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল৷ কারণ ইন্ডিয়া জোটের শরিক হওয়া সত্ত্বেও গত লোকসভা নির্বাচনে রাহুল গান্ধির বিরুদ্ধে এই কেন্দ্র থেকে প্রার্থী দিয়েছিল বাম শরিক সিপিআই৷ প্রার্থী হয়েছিলেন সিপিআই নেতা ডি রাজার স্ত্রী অ্যানি রাজা৷ তা সত্ত্বেও প্রায় সাড়ে তিন লক্ষ ভোটে জয়ী হন রাহুল৷

advertisement

যদিও অ্যানি রাজা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, প্রিয়াঙ্কা গান্ধি প্রার্থী হলে তিনি তাঁর বিরুদ্ধে আর প্রার্থী হবেন না৷ কারণ একজন মহিলার বিরুদ্ধে তিনি আর প্রার্থী হতে চান না৷  ফলে সংসদীয় রাজনীতিতে প্রিয়াঙ্কার অভিষেক এখন সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রিয়াঙ্কা গান্ধি সামনে থেকে কংগ্রেসকে নেতৃত্ব দিন, দীর্ঘদিন ধরে কংগ্রেসের অন্দরেই এই দাবি উঠেছে৷ যদিও এত দিন কোনও নির্বাচনেই প্রার্থী হননি তিনি৷ গত লোকসভা নির্বাচনে অমেঠি, বারাণসীর মতো কেন্দ্র থেকে প্রিয়াঙ্কা প্রার্থী হতে পারেন বলে জল্পনা ছড়ালেও শেষ পর্যন্ত ভোটের লড়াই থেকে দূরেই থেকেছেন প্রিয়াঙ্কা৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Priyanka Gandhi: লোকসভায় এবার একসঙ্গে রাহুল-প্রিয়াঙ্কা? দাদার ছেড়ে ওয়ানাডে প্রার্থী এবার বোন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল