আরও পড়ুন: প্রেমিকার সঙ্গে স্কুটিতে বসে চাউমিন খাচ্ছিল বেচারা…হঠাৎ করেই গালে পড়ল থাপ্পড়!
এই প্রসঙ্গে শ্রীলঙ্কার পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ভারতীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে খবর পাওয়া মাত্রই ছয় সন্দেহভাজন জঙ্গির খোঁজ শুরু হয়েছে। গোপন সূত্রে জানান হয়, চেন্নাই থেকে আসা বিমানে ওই জঙ্গিদের থাকার সম্ভাবনা রয়েছে। এরপরেই তল্লাশি শুরু হয়েছে।
advertisement
আরও পড়ুন: বাণিজ্য-যুদ্ধ শুরু! পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি নিষেধাজ্ঞা জারি ভারতের, আজ থেকেই বন্ধ সব
সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, শ্রীলঙ্কার এয়ারলাইন যা কলম্বো থেকে চেন্নাইয়ের মধ্যে চলাচল করে সেই ফ্লাইট ইউএল ১২২-এ তল্লাশি চালানো হচ্ছে।
এই প্রসঙ্গে জানানো হয়েছে, “শ্রীলঙ্কান এয়ারলাইনের পক্ষ থেকে জানান হচ্ছে ফ্লাইট ইউএল ১২২ যা কলম্বো থেকে চেন্নাই দুপুর ১১:৫৯ নাগাদ আসার কথা ছিল সেই বিমানে নির্দিষ্ট তথ্যে উপর ভিত্তি করে তল্লাশি চালানো হয়েছে।” কিন্তু, যদিও তল্লাশি থেকে খোঁজ মেলেনি সম্ভাব্য জঙ্গিদের। এই তল্লাশির জেরে ওই বিমান সংস্থার ফ্লাইট ইউএল ৩০৮ সিঙ্গাপুর যাওয়ার বিমান ছাড়তে দেরি হয়।