আরও পড়ুন: ভারতে আকাশছোঁয়া সোনার দাম, জানেন পাকিস্তানে ১০ গ্রাম সোনার দাম কত? জানলে হাসি পাবে
নির্যাতিতার অভিযোগ অনুযায়ী, ১০ অক্টোবর ওই তরুণীকে কলেজের পুরুষদের টয়লেটের ভিতর ধর্ষণ করা হয়। পরে, ১৫ অক্টোবর, ওই তরুণী অভিযোগ দায়ের করেন। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যয় সংহিতার ৬৪ নম্বর ধারায় (ধর্ষণ) মামলা দায়ের করা হয়েছে। নির্যাতিতা আগে থেকেই অভিযুক্তকে চিনতেন এবং দুজনেই একই সঙ্গে পড়তেন।
advertisement
ঘটনার দিন, অভিযুক্ত জীবন গৌড়া লাঞ্চের বিরতির সময়, নির্যাতিতাকে একাধিকবার ফোন করে দেখা করতে বলেছিলেন। ওই তরুণী অভিযুক্ত ছাত্রের কাছে এলে তিনি জোর করে তাকে চুম্বন করার চেষ্টা করেন। ওই ছাত্রী লিফটে চলে যাওয়ার চেষ্টা করলে যুবক তাকে অনুসরণ করেন, তারপরে জোর করে পুরুষদের টয়লেটে টেনে নিয়ে যান এবং ধর্ষণ করেন।
এখানেই শেষ নয়, অভিযুক্ত ধর্ষক ওই ছাত্রীকে ফোন করে জিজ্ঞেস করে “ছাত্রীর গর্বনিরোধক পিল লাগবে কি না।” পুলিশ অভিযোগ পাওয়ার পরেই ব্যবস্থা নিয়েছে। কী কী ঘটেছিল খতিয়ে দেখা হচ্ছে।