এনডিটিভি-তে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, ওই কলেজছাত্রীর বাবা-মা পেশায় দৈনিক শ্রমিক৷ জানা গিয়েছে, গত সপ্তাহে ইউটিউবে শরীরের মেদ ঝরানোর একটি একটি ভিডিও দেখেন সেল্লুরের বাসিন্দা ওই কলেজ ছাত্রী৷ সেই ভিডিওতে শরীরের মেদ গলিয়ে রোগা হওয়ার জন্য বোরাক্স পাউডার খাওয়ার কথা বলা হয়েছিল৷ এর পরই গত ১৬ জানুয়ারি স্থানীয় একটি দোকান থেকে ওই বোরাক্স পাউডার কেনেন তিনি৷
advertisement
সংবাদসংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, একটি নামজাদা বেসরকারি মহিলাদের কলেজে পডা়শোনা করতেন ওই কলেজ ছাত্রী৷ মাঝেমধ্যেই রোগা হওয়ার জন্য সমাজমাধ্যমে বিভিন্ন ভিডিও দেখতেন তিনি৷
১৭ তারিখ ইউটিউবে দেখা ভিডিও-তে দেওয়া পরামর্শ অনুযায়ী বোরাক্স পাউডার খান ওই কলেজছাত্রী৷ ওই পাউডার খাওয়ার পর থেকেই তাঁর বমি এবং ডায়েরিয়া শুরু হয়৷ দ্রুত তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান ওই ছাত্রীর মা৷ সেখানে চিকিৎসার পর ওই ছাত্রীকে ছেড়ে দেওয়া হলেও বিকেলের পর থেকে তাঁর অবস্থার অবনতি হতে থাকে৷ ওই ছাত্রীর পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়৷ মলের সঙ্গেও রক্ত বেরোতে থাকে৷ রাত ১১টা নাগাদ তাঁর অবস্থার আরও অবনতি হয়৷ ওই ছাত্রীর বমি এবং ডায়েরিয়ার মাত্রা আরও বেড়ে যায়৷ এর পরই ওই ছাত্রীকে একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু পথেই তাঁর মৃত্যু হয়৷
বোরাক্স কী?
বোরাক্স সোডিয়াম বোরেট, সোডিয়াম টেটরাবোরেট অথবা বোরিক অ্যাসিড নামেও পরিচিত৷ খনিজ এই পাউডার সাধারণত বাড়িতে নোংরা পরিষ্কার, ডিটার্জেন্ট পাউডারের উপাদান অথবা পোকামাকড় মারার কাজে ব্যবহার করা হয়৷
বেঙ্গালুরুর অ্যাস্টার হোয়াইফিল্ড হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক বাসবরাজ এস কুমবার এনডিটিভি-কে জানিয়েছেন, বোরাক্স পাউডার সাধারণত ডিটার্জেন্ট, পোকামাকড় মারার কাজে এবং শিল্প ক্ষেত্রে ব্যবহার করা হয়৷ এটি অ্যাসিডকে ক্ষারে পরিণত করে৷ কেউ যদি এটি ভুলবশত খেয়ে ফেলে তাহলে কতটা পরিমাণে খাওয়া হয়েছে তার উপর নির্ভর করে ৬ থেকে ৭ ঘণ্টার মধ্যে শরীরে বিষক্রিয়া শুরু হয়৷ যত তাড়াতাড়ি চিকিৎসকের কাছে যাওয়া যায়, ততই ক্ষতির সম্ভাবনা কম থাকে৷ কীভাবে শরীরে বোরাক্স প্রবেশ করেছে, তার উপরেও বিষক্রিয়ার পরিমাণ নির্ভর করে৷ কোনওভাবে নাক মুখ দিয়ে এই পাউডারে ঝাঁঝ শরীরে প্রবেশ করেছে না কি কেউ সরাসরি এটি খেয়েছে অথবা ত্বকে লাগানো হয়েছে, তার উপরে নির্ভর করে কেমন ক্ষতি হবে৷ সাধারণত কিডনি, ব্রেন, শ্বাসনালি, গ্যাস্ট্রোইন্টেস্টাইন প্রক্রিয়ার উপরে এর প্রভাব পড়ে৷
আবার বোরাক্স শরীরে গেলে তা থেকে রাসায়ণিক প্রভাবিত নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে৷ শরীরের অঙ্গপ্রত্যঙ্গও ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দেয়৷ শেষ পর্যন্ত হৃদরোগে আক্রান্ত হওয়া এবং কিডনি কাজ করাও বন্ধ হওয়ার মতো জটিলতা দেখা দেয়৷
বোরাক্স কি ওজন কমাতে সাহায্য করে?
ভুবনেশ্বরের মনিপাল হাসপাতালের মেডিক্যাল গ্যাস্ট্রোএনটেরোলজির বিশেষজ্ঞ চিকিৎসক সম্বিত কুমার ভুঁইয়া জানান, ওজন হ্রাস, ডিটক্স এজেন্ট অথবা শরীরের জন্য ঘরোয়া টোটকা হিসেবে বোরাক্স পাউডার ব্যবহার করা যায় না৷ এটি একটি বিষাক্ত রাসায়ণিক যা শরীরে ঢোকার কয়েক ঘণ্টার মধ্যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গে প্রভাব পড়তে শুরু করে৷ মানুষের শরীরের জন্য কতটা বোরাক্স নিরাপদ, তার কোনও নির্দিষ্ট ডোজ নেই৷ বোরাক্স শরীরের ওজন কমাতে সাহায্য করে, এর কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই৷ সমাজমাধ্যমে এই সংক্রান্ত যে ভিডিওগুলি প্রচার করা হচ্ছে তাতে অর্ধসত্য, ভিত্তিহীন, ভুল তথ্য প্রচার করা হচ্ছে যার সঙ্গে চিকিৎসাশাস্ত্রের কোনও যোগ নেই৷
