আরও পড়ুন- "আপনি এখন সংখ্যালঘু": মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে স্পষ্ট বার্তা রাজ্যপালের
১৭ শতকে যখন মুঘল সম্রাট আওরঙ্গজেব এই অঞ্চলের শাসক ছিলেন তখন এই স্থানের নাম বদলে আওরঙ্গবাদ নাম রাখা হয়। সম্ভাজির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন আওরঙ্গজেব। সেই মারাঠা নেতা সম্ভাজির নামেই ফের জায়গার নামকরণ করা দীর্ঘদিন ধরেই দলের দাবি ছিল। যখন একনাথ শিন্ডের নেতৃত্বে বিদ্রোহীরা হিন্দুত্ব মতাদর্শকে তুলেই উদ্ধব ঠাকরেকে চ্যালেঞ্জ করেছে সেই মুহূর্তে এমন সিদ্ধান্তকে যথেষ্ট ইঙ্গিতবাহী বলেই মনে করা হচ্ছে।
advertisement
আরও পড়ুন- ২০২৪-এ তৃণমূলের নজর উত্তরপূর্বে! মেঘালয়ে সদস্য সংগ্রহের সূচনা করলেন অভিষেক
মন্ত্রিসভা স্যাটেলাইট টাউন নির্মাণের জন্য বাস্তুচ্যুত জনগণের নেতা ডিবি পাটিলের নামে নভি মুম্বইতে একটি নতুন বিমানবন্দরের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে। এখানেই শেষ নয়, ওসমানাবাদ শহরের নাম পরিবর্তন করে ধারাশিব রাখারও সিদ্ধান্ত হয়েছে। হায়দরাবাদের শেষ শাসক মীর ওসমান আলি খানের নামানুসারে ওসমানাবাদের নামকরণ করা হয়। শহরের কাছাকাছি ৬ শতকের এক গুহার নাম থেকে নতুন নাম ধারাশিব রাখা হয়েছে।